বই – প্রতিবিম্ব। । আলোচনায় সৌম্য সাহা

ধরণ-কবিতা
কবি-উপমা ঘোষ

পৃষ্ঠা-১৬ 
কবিতা সংখ্যা -১০
প্রকাশনী –আত্মজা
প্রকাশ-২০২১

“প্রতিবিম্ব” নামের মাঝেই এক অন্য সুঘ্রাণ! এটি একটি কবিতার বই।  এবার আসি বই’য়ে,  বই পড়া খুব সহজ তার থেকেও আরো সহজ রিভিউ লেখা।  এটা অনেকেই ভাবেন, কিন্তু কবিতার বই পড়া অনেক কঠিন,  এবং তার থেকেও কঠিন কবির ভাবের সাথে ভাব মেলানো। তবে সহজ করে মেলাতে কবিতায় ঢুকে পড়ুন। যতই মগজে ধারণ করবেন ততই নিজের কথা গুলো লেখকের লেখায় ফুটে উঠতে দেখবেন। তা  না হলে,  কবিতা আপনার হবে কি করে!

কবিতা হচ্ছে ছন্দ, দোলা এবং স্পন্দন নিয়ে রচিত একগুচ্ছ শব্দমালা। অথবা, কবিতা বা পদ্য হচ্ছে শব্দের ছন্দোময় বিন্যাস; যা একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি চিন্তাকে সংক্ষেপে এবং উপমা-উৎপ্রেক্ষা-চিত্রকল্পের সাহায্যে উদ্ভাসিত করে আর তা শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত করে।

অধরা স্বপ্ন ছুঁতে চাওয়ায় আছে,

প্রাণের অমোঘ টান;

কবিতা। তিনটি অক্ষরের ছোট্ট একটি শব্দ অথচ এর বিশালতা আর গভীরতা অকল্পনীয়। হ্যাঁ সত্যিকার অর্থেই অকল্পনীয়।

ঢেউয়ে ঢেউয়ে যেমন খেলে যায় বিপ্লব;

জীবনের প্রত্যেকটি উপাদান নিয়েই কবিতা। একটি জীবনের আলোকে সামগ্রিক জীবন নিয়ে লেখা হয় কবিতা। এভাবে আমরা প্রত্যেকেই যেন কবিতার সঙ্গে সুতোয় বাঁধা।

কবিতা কী টানে আমায়?

ঠিক এখানেই এই কবিতা হাসায়, এই কবিতা কাঁদায়। কবিতা দেয় আনন্দ, কবিতা শেখায় বেদনা।

যেই মেয়েটা ভয় জানে না,

সদাই জয়ের লক্ষ্যে

সেই মেয়েটা বুক বেঁধে চলে স্বপ্নে,

তাই একজন লেখকের কাছে তার কবিতা নিজের সন্তানের মতো, নিজের সহচরের মতো যে তাকে ভালোবেসে পাশে থাকে দুঃখের সময়েও।

আঘাত রোখো,

প্রাণে খুশির তুফান তুলে

বিপ্লবকে আপন করো।

এখানে কবিতা বিপ্লব শেখায়, শেখায় নত মস্তকে বিপ্লবকে আপন করতে।

আমার পাগলামি-ই আমার পৃথিবী,

আর, আমার পৃথিবীর আমি।

নিঝুম রাতের নিস্তব্ধতা কান পেতে নিই। কারণ আমরা প্রত্যেকেই আগুন পাখি হতে চাই। হতে চাই নতুন ভোর।

এই কবিতা গুলো যেন নরম আলোর সুর। যে সুরে ডুবে থাকবে পাঠক। প্রশ্ন ছুঁড়ে দিতে পারবে আলগোছে এটা নিঃসন্দেহ। ‘জোছনার আলিঙ্গনে/ প্রেম তাকে ছুঁয়েছে কখনো!/ ছুঁয়ে গেছে কী?’

‘প্রতিবিম্ব’ ‘উপমা ঘোষ’এর প্রথম কবিতার বই। এতটুকুর পর এটাই বলব, লেখিকার জন্য পাঠক হিসেবে একরাশ শুভেচ্ছা এবং ভালবাসা। আত্মজা থেকে প্রকাশিত এই বই পড়ে দেখতে পারেন আপনিও। অনলাইন কিংবা হাতে ছুঁয়ে মিশে যান কবির ভাবনার সঙ্গে।

এছাড়াও আপনি নিচের লিংক-এ ক্লিক করলেই পেয়ে যাবেন অডিও বুক। অবসর সময়ের সঙ্গী হোক বই, এই কামনা রইল বই পোকা’দের কাছে।

 

 

 

শেয়ার করতে:

You cannot copy content of this page