ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্যে ব্যবহার করুন দুধের সর!

তৃতীয়পক্ষ রূপকথা- আমাদের ত্বকের এমন কিছু সমস্যা থাকে, যার কিছুটা গরম কিছুটা ঠান্ডা। রোদে বের হলে যে মুখে সান ট্যান পড়বেই। ত্বক শুষ্ক হয়ে যাবে। কিংবা ত্বকে বয়সের ছাপ পড়বেই। আমাদের হাতের কাছেই আসলে তার সমাধান রয়েছে। তবে সমস্যা হাজার হলেও সমাধান করতে পারবেন শুধু দুধের সর দিয়েই।

দুধের সরে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট। যা ত্বকের জেল্লা বাড়ায়। অন্যদিকে ত্বকের ক্ষতও সারিয়ে তোলে।

ব্যবহার করুন স্ক্রাবার হিসেবে

স্কিনের ডেড সেল কিন্তু আমাদের ত্বকের জেল্লা অনেকটাই কমিয়ে দেয়। তাই আমাদের মুখ ক্লিনিংয়ের প্রয়োজন হয়। নিয়মিত স্ক্রাবিং করে ত্বকের মৃত কোষ সরিয়ে দিলেই ত্বক তার আসল জেল্লা ফিরে পায়। স্ক্রাবার হিসেবে তাই দুধের সরও ব্যবহার করতে পারেন। ওটস মিহি করে গুঁড়িয়ে নিন। তার সঙ্গে মিশিয়ে নিন দুধের সর। মুখে ভালো করে লাগিয়ে হালকা মাসাজ করুন। তারপর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। সপ্তাহে অন্তত দু’বার এইভাবেই স্ক্রাবিং করুন।

 

নরম ও কোমল ত্বকের জন্য

এক চামচ দুধের সর নিন, তার সঙ্গে মিশিয়ে নিন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটি পেস্ট তৈরি করে তা ভাল করে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট ওভাবেই রাখুন। তারপর ঠান্ডা জলে ভাল ভাবে মুখ ধুয়ে ফেলবেন। সপ্তাহে অন্তত তিনদিন এভাবেই মুখের যত্ন নিন। অল্প সময়ে ত্বক হয়ে ওঠে কোমল ও নরম। হলুদের কারণে আপনার ত্বকের জেল্লাও বেড়ে যায়, দাগ-ছোপ ধীরে ধীরে মলিন হয়ে যায়।

দূর করে সান ট্যান

শীত হোক বা গরম, সান ট্যান তো পড়বেই। আর এই সান ট্যানে আমাদের ত্বক আসল জেল্লাই হারিয়ে ফেলে। কিন্তু দুধের সর যদি আপনি নিয়মিত লাগাতে পারেন, আপনাকে ত্বকের জেল্লা নিয়ে কোনও চিন্তাই করতে হবে না। দুই চা চামচ দুধের সর নিন। তার সঙ্গে এক চামচ বেসন মিশিয়ে নিন। একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্ট সারা মুখে লাগিয়ে নেবেন। সার্কুলার মোশনে মিনিট পাঁচেক মাসাজ করুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অবশ্যই ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে তিন বার এই পেস্ট মুখে লাগান।

ত্বক থাকে আর্দ্র

অনেক সময় রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করার পরেও ত্বক আর্দ্র রাখা সম্ভব হয় না। কিন্তু দুধ হল  প্রাকৃতিক ময়শ্চারাইজার। তাই ত্বক আর্দ্র রাখতে আপনি দুধের সর লাগাতে পারেন। খুব ভাল হয় যদি দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে আপনি ত্বকে লাগিয়ে নেন। এতে আপনার ত্বক থাকবে আর্দ্র।

ছবি- গুগল

শেয়ার করতে:

You cannot copy content of this page