সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল

তৃতীয়পক্ষ ওয়েব- গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল। স্বাস্থ্য পরীক্ষার পর আজ তাঁকে আসানসোল আদালতে তোলা হতে পারে।

মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যর নেতৃত্বে একটি দল বোলপুরের ক্যাম্প অফিসে পৌঁছে গিয়েছে। যাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই সূত্রে খবর, গতকাল কেন্দ্রীয় গোয়েন্দারা বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেছেন। আজ সেই চিকিত্সকের বয়ান রেকর্ড করা হতে পারে। সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে  প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, সে বিষয়ে জানতে চাওয়া হবে। কার নির্দেশে ওই সরকারি চিকিৎসক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি গিয়েছিলেন, তাও জানতে চাওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর।

এদিকে আরও এক হেভিওয়েট নেতা এজেন্সির জালে। তাই অস্বস্তিতে তৃণমূল। জেলা সভাপতি থেকে জাতীয় কর্ম সমিতির সদস্য। তৃণমূলের অনেক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অনুব্রত মণ্ডল।  তৃণমূল কি এবার পাশে থাকবে, না দূরত্ব তৈরি করবে? প্রথমে পার্থ, তারপর অনুব্রত, এরপর কে?  এ বিষয়ে এখন ঘোর বিবাদ রাজনৈতিক মহলে।

শেয়ার করতে:

You cannot copy content of this page