কোক স্টুডিও এবার বাংলায়

তৃতীয়পক্ষ ওয়েব- মিউজিকাল ফ্রাঞ্চাইজি ‘কোক স্টুডিও’ বাংলাদেশে পর্দা উন্মোচন করল। এদিন ঢাকার এক হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কোক স্টুডিও বাংলা’র যাত্রা শুরু হল।

অর্ণব, তাহসান, মমতাজ, আঁখি আলমগীর সহ বাংলাদেশের আরও বেশ কয়েকজন সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে উৎসবমুখর এই অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এদিন এক বিশেষ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ‘ফেসবুকে অর্ণবের সঙ্গে গাউসুল আলম শাওনের একটি পোস্ট আমাকে বেশ মুগ্ধ করে। আমি সঙ্গে সঙ্গে তাদের স্টুডিওতে যাই। সেখানে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাহসান ও অর্ণবের গান শুনি।’ আরও জানান তিনি ‘কোক স্টুডিও বাংলা আমাদের এই ফেব্রুয়ারিকে সম্মানিত করেছে’।

ভাষা দিবসের মাসে বিশ্বখ্যাত ফ্র্যাঞ্চাইজি কোক স্টুডিও বাংলাদেশে তাদের এই আয়োজনের পর্দা উন্মোচন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে একইরকম অনুভূতি জাহির করেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page