কবিতা।। তোমাকে যেভাবে ডাকি।। রেজাউল করিম রনি

ভাষাহীন, শব্দহীন, এমন কি উপমাহীন
ভীষন-প্রচন্ড ভাবে মাঝে মাঝেই তোমাকে
ডেকে যাই।
মটরগাড়িহীন শেষ রাতের
মহাসড়কের মতো নিঃস্বঙ্গতাও
আমাকে একা করে দেয় না,
-অনুভূতির প্রচন্ডতার নৈঃশব্দে মুখর থাকে বিরান হৃদয়।
তোমাকে অস্তিত্বের অংশ বলে জানার পরে
শীতের মিঠা রোদের আরামের মতো সুখ কাজ করে মনে,
বাতাস হয়ে যায় ভাষার অধীক হৃদয়গামী।
প্রেমিক মন চিরকালই যেন মাপার অধিক জ্বরগ্রস্থ
ঘোরে ভরে থাকে ঘর, একমাত্র সন্নাসেই ধরা যায় সংসারের সুখ।
এইভাবে ভাষাহীন, শব্দহীন, উপমাহীন
তোমাকে ডেকে ডেকে নিজের অস্ত্বির সংশয়ী অসুখ সেরে যায়।
শেয়ার করতে:

You cannot copy content of this page