umbrella street

রঙিন ছাতার রাস্তা

তৃতীয়পক্ষ ওয়েব- বৃষ্টি হোক বা রোদ, ছাতা চাই অবশ্যই। তবে অনেকক্ষণ ছাতা ধরে থাকতে কষ্ট হয়। আচ্ছা এমনটা হলো, কোনো শহরে গেলেন যেখানে রাস্তাটাই আপনার মাথায় ছাতা ধরে আছে। কোথায় আছে এমন রাস্তা?

এই রাস্তায় বৃষ্টি আসুক, তীব্র রোদ হোক আড়াল খুঁজতে হবে না আপনাকে। তবে এতে যে আকাশ দেখতে পাবেন না, এমনটা নয়। বাহারি ছাতার আড়াল দিয়ে আকাশ দেখার মজাও আলাদা।

পর্তুগালের অ্যাগুয়েডা মিউনিসিপ্যালিটির আওতায় থাকা এই রাস্তা মন ভাল করে দিতে পারে যখন তখন। উপরে তাকালেই দেখবেন রঙের মেলা। বাহারি ছাতার শামিয়ানাই আপনার চোখের সামনে মেলে ধরবে এই রং।

floating umbrella

রাফায়েল লেগিডোস নামে এক স্থপতি শহরটিকে বিখ্যাত করে তুলতেই এমন অভিনব ভাবনাটি ভাবেন। ২০১২ সালে প্রথম রাস্তা জুড়ে টাঙানো হয়েছিল এই ছাতা। সেইসময় সেক্সটাফেইরা নামে একটি সংস্থা আমব্রেলা স্কাই প্রকল্পের দায়িত্ব নেন। তারাই গোটা রাস্তাটিকে সাজিয়ে তুলেন রংবেরংয়ের ছাতায়। পর্তুগালের এই রঙিন শহরের ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। পর্যটকেরা ঘুরতে আসেন এই রাস্তায়।

এর পর এক দল শিল্পী নতুন করে রাস্তাটিকে সাজানোর দায়িত্ব কাঁধে তুলে নেন। পুরনো ছাতা সরিয়ে নতুন ছাতায় সেজে ওঠে রাস্তা। একরঙা ছাতার পাশাপাশি বাহারি প্রিন্টের ছাতাও ব্যবহার করেন তারা। ঝলমলে দিনে ছাতা ঢাকা রাস্তায় যখন আলো-ছায়া মাখা নকশা তৈরি করে, তখন তাকে সুন্দর বললেও কম বলা হয়।

তবে শুধু পর্তুগালেই নয়, বাহারি ছাতা টাঙানো রাস্তার হদিশ মেলে তুরস্কেও। সেখানকার রাজধানী ইস্তানবুলের হোকা তেহসিন স্ট্রিটও সাজানো হয় এমন বাহারি ছাতায়।

শেয়ার করতে:

You cannot copy content of this page