রেকর্ড ভেঙে ফের রেকর্ড

তৃতীয়পক্ষ ওয়েব- রেকর্ড গড়েছিলেন নিজেই। আবার সেই রেকর্ডকেই ভাঙলেন তিনি। আর সেই কৃতিত্বের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মোস্ট পাওয়ারফুল উইম্যান’ খেতাব পেতে চলেছেন তিনি। তিনি হলেন লাকপা শেরপা। প্রথম মহিলা হিসেবে দশমবার এভারেস্ট জয় তার। নাম তুললেন গিনেস বুকেও। তাঁকে বিশেষ এই পুরষ্কার প্রদান করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং।

জীবন তাঁকে সবসময়ই এক নতুন পাঠ পড়িয়েছে। এভারেস্ট জয়েই তার বিশ্বরেকর্ড থেমে থাকেনি। মাকালু শৃঙ্গের এক নেপালি জনপদে বেড়ে ওঠা লাকপা কোনোদিন প্রথাগত শিক্ষা পাননি। বাবা একজন পশুপালক। পর্বত আরোহীদের সঙ্গে গাইড হিসেবে সামিল হতেন বিভিন্ন অভিযানে। বাবার থেকেই শিখেছিলেন পাথর ঠুকে আগুন জ্বালানো, বাঁশের বানানো পর্বত অভিযানের বিভিন্ন সামগ্রী। কিন্তু এগুলি তাঁকে নিজে নিজেই শিখতে হয়েছে, তার কারণ সেখানে ছেলেদেরকেই যাবতীয় শিক্ষা দেওয়া হয়।

৪৮ বছর বয়সী লাকপা শেরপা চান, সমস্ত নারীদের অনুপ্রাণিত করতে। জীবনযুদ্ধই যে এই পর্বতকন্যাকে অতুলনীয় করে তুলেছে, এর জন্যেই তিনি ‘মোস্ট পাওয়ারফুল ওম্যান’।

শেয়ার করতে:

You cannot copy content of this page