পরিচালক তরুণ মজুমদারের মতো আপনিও করতে পারেন মরণোত্তর দেহদান

তৃতীয়পক্ষ ওয়েব- না কোনো শোক মিছিল, না কোনো ফুলের মালা। বুকের উপর শুধু লাল পতাকা আর গীতাঞ্জলি নিয়ে জীবনপুরের পথিক চললেন। পরিচালক তরুণ মজুমদারের ইচ্ছেকে সম্মান জানিয়েই দেহদান, পরিচালকের কর্নিয়ায় দেখবে নতুন কেউ।

তাঁর দেহ গবেষণার স্বার্থে দান করা হবে এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম থেকে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয়েছিল তরুণ মজুমদারের মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানান শিল্পী ও কলাকুশলীরা। দেহদান করা হবে এসএসকেএমে, কর্নিয়া দান করা হবে শঙ্কর নেত্রালয়ে, জানিয়েছেন প্রয়াত পরিচালকের পরিবার।

আপনিও নিশ্চয়ই মরণোত্তর দেহদানের কথা শুনেছেন। সেটা কি করতেও চান? হয়তো চান। কিন্তু আপনি জানেন না, এই কাজটা কীভাবে করতে হয়। কোথায় আপনাকে যেতে হবে। কাকেই বা কী বলতে হবে। কে বলতে পারে, আপনার এই অঙ্গীকারের জন্যই হয়তো আগামীতে আমাদের শহরের, রাজ্যের কিংবা দেশের চিকিত্‍সাশাস্ত্রের অনেক উন্নতি হবে।

আপনার ইচ্ছে আছে দেহদান করার। কিছু জানা নেই বলেই, কাজটা করে উঠতে পারছেন না। তাই আপনার সুবিধার জন্য দিয়ে দেওয়া হল মরণোত্তর দেহদানের জন্য কিছু প্রয়োজনীয় ঠিকানা এবং ফোন নম্বর।

১) ভারতের মানবতাবাদী সমিতি – ২৬ শুঁড়িবাগান লেন। বাগবাজার, চন্দননগর, হুগলি। ফোন – ২৬৮৩৪৩৫৭

২) উদয়ের পথে – হেঁদুয়া, ফোন – ৯৮৩০১৭৩৮১৪

৩) পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ – হেমন্ত বসু ভবন, ফোর্থ ফ্লোর, ফোন – ২২২০০০৫০

8) ডিএম হসপিটাল- পঞ্চানন তলা, কলকাতা। ফোন- ০৩৩২৪৫৩৬২২১

৫) আইএলএস হসপিটাল, দমদম- মল রোড, নাগেরবাজার ফ্লাইওভারের কাছে। ফোন-০৩৩৪০৩১৫০০০

৬) এসএসকেএম হসপিটাল- হরিশ মুখার্জী রোড, গোখেল রোড, ভবানীপুর। ফোন- ০৩৩ ২২০৪১১০০

ছবি সৌজন্য – সোশ্যাল মিডিয়া 

নিচে লিংক দেওয়া রইল যেখান থেকে আরও ঠিকানা পেয়ে যাবেন- 

 https://organdonationbengal.in/hospitals-centers/

 

শেয়ার করতে:

You cannot copy content of this page