কুল কুল বরফ

তৃতীয়পক্ষ ওয়েব- যা গরম! মিমস আর মজায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া থেকে চারপাশ। তবে বাড়িতে গরমে ফ্রিজ খুলে বরফ দিয়েই এখন ঠান্ডা শীতল আমেজ নেওয়া চলছে। রূপচর্চার জন্য বাজারি কত ক্রিম ব্যবহার করা হয়। তবে তার সাইড এফেক্টও রয়েছে। এইসব টোটকার মতোই কাজ দেয় ফ্রিজে থাকা বরফ। বরফের টুকরোতেই রয়েছে বহু ত্বকের সমস্যার সমাধান। জেনে নিন সেগুলি কী কী-
১)মুখে অ্যাকনে বা ব্রণ হলে তার উপর বরফ লাগান। এতে ওই অংশে তেলতেলে ভাব কমবে। মিটবে অ্যাকনের সমস্যা।
২) ত্বকের রোমকূপ থেকেই তেল বেরোয়। এই রোমকূপ পরিষ্কার করতে বরফ দিয়ে লাগানো উচিত।

৩) গরমে অনেকের গায়ে ফুসকুড়ি ওঠে। রোদে বেরোলে ত্বক লাল হয়ে যায়। এক্ষেত্রে বরফ দিয়ে মাসাজ করুন।
৪)  লিপস্টিক পরার কিছুক্ষণ আগে আইস কিউব দিয়ে ঠোঁটে মাসাজ করুন। এতে ডেড সেল উঠে গিয়ে ঠোঁট সতেজ দেখাবে।

৫) মেকআপ প্রাইমার হিসেবে বরফের টুকরো ব্যবহার করা যায়। মেকআপ শুরুর আগে ত্বকে বরফ দিয়ে মাসাজ করুন। এতে ঘাম কম হবে এবং মেকআপ বেশিক্ষণ থাকবে।
৬) মুখে নাইট ক্রিম বা ডে ক্রিম মেখে হালকা বরফ মেখে নিন মুখে। এতে ত্বকের সঙ্গে ক্রিম ভাল করে মেশে।
৭) চোখের ক্লান্তি, চোখের কোল ফুলে থাকলে বরফের টুকরো বা আইস কিউব ব্যবহার করুন। বরফ দিয়ে চোখের পাশে হালকা ভাবে মাসাজ করুন। কমবে আইব্যাগের সমস্যা।
৮) জলের সঙ্গে গোলাপ জল ও শশার রস মিশিয়ে বরফ জমান। সেই বরফ দিয়ে নিয়মিত মুখে মাসাজ করুন। এতে ত্বক থেকে কালো ছোপ দূর হয়।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page