হর কি দুন ট্রেক

পথের ভিড়ে হারিয়ে যাওয়া আর পাহাড়ে হারিয়ে যাওয়ার মধ্যে এক আলাদা নেশা আছে। আর যে নেশার মধ্যে আমি বার বার হারিয়ে যাই। ভালো লাগে মানুষের ভিড় থেকে নিজেকে একটু অন্যভাবে ফিরে পেতে। আমি সন্দীপন ভৌমিক, এক পাহাড়প্রেমী, অ্যাডভেঞ্চারপ্রিয়। আজ দেখুন আমার চোখ দিয়ে হর কি দুন ট্রেকের কিছু ঝলক।

মাথা যদি উঁচু থাকে তবে। জয় হবে সব। পাহাড়ি পথের বাঁকে হারিয়ে যাওয়ার আগে কিছুটা পিছুটান।

সবুজের গালিচায় কে যেন হায় বিছিয়ে দিয়েছে একরত্তি মায়াবী আলো।

যে বয়সের গাছ পাথর নেই। ভাঁজে ভাঁজে লেখা আছে পাহাড়ের ইতিহাস। মায়া লেখা থাকে যে চোখে।

পথ চলতি ক্লান্তি মেটাতে থেমে যেতে হয় কখনো। এখানেই, হ্যাঁ এখানেই যেন ঈশ্বরের বসবাস।

শেয়ার করতে:

You cannot copy content of this page