Crazy Ice cream Man: দেখেছেন কখনো এমন
তৃতীয়পক্ষ ওয়েব- সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে এক ছোট্ট বাচ্চাকে নিয়ে আইসক্রিমওয়ালার মজার ভিডিও বেশ সারা জুগিয়েছিল। মেহমেত দিঙ্ক, সেই মজার আইসক্রিমওয়ালার নাম। যিনি সোশ্যাল মিডিয়াতে এক সেনসেশন বলতে গেলে। তাঁকে নিয়ে লোকের আগ্রহের শেষ নেই। আর তার আইসক্রিম শপের বাইরে লোকে শুধু ভিড় করে তার অদ্ভুত কাণ্ড কারখানার জন্যে। গানের তালে তালে কাস্টমারদের সঙ্গে নাচ আর আইসক্রিম নিয়ে কল কৌশল।
বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে মেহমেতের সঙ্গে পায়ে পা মেলাতে। টিকটক থেকে শুরু হওয়া এই কর্মকাণ্ড আজ বিপুল ভাইরাল হয়েছে। যা তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে। মেহমেত এর এখন ১৪.৫ মিলিয়ন ফলোয়ার। মেহমেত শুধুমাত্র ‘Kalbimsin’ গানের সঙ্গে পারফর্ম করেন।
তার এই নাচ এতটাই পপুলার হয়েছে যে, দেশের ট্যুর কোম্পানিগুলো অরগানাইজ করে তার সঙ্গে প্রোগ্রাম করার জন্যে। এই জন্যে আইসক্রিম শপের বাইরে ভিড় লেগেই থাকে।
মেহমেত থাকেন তুর্কীর আনতালিয়া’তে। আক্কা পার্কের সামনে ভিড় করে থাকেন আইসক্রিম প্রেমীরা। মেহমেতের কথায়, যখন কুন্ডু’তে আসেন তিনি আইসক্রিম বিক্রি করতেন না। এরপর তিনি আইসক্রিম বিক্রি করতে শুরু করেন ডান্সের সঙ্গে। তার কথায় কাজ করতে করতে নাচের ফলে তার ৯০ কিলো ওজন কমে গেছে।
মেহমেত যে গানের সঙ্গে তাল মিলিয়ে আইসক্রিম বিক্রি করেন, সেটি হল আরাবিক গান Shakle Habetek। এই গান তার জীবন বদলে দিয়েছে বলে মনে করেন। দিনের পর দিন তার ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে। আপনিও একবার চলে যেতেই পারেন এই মজাদার আইসক্রিমওয়ালার সঙ্গে পায়ে পা মিলিয়ে আইসক্রিম খেতে…