Cyclone Jawad Updates: বাংলার জন্য রয়েছে একটাই সুখবর!

তৃতীয়পক্ষ ওয়েব- আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছে, পুরীতে পৌঁছনোর পরে ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে পড়বে। এর পরে উপকূল ধরে এগোতে থাকবে বাংলার দিকে। ততক্ষণে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ। বাংলার জন্য এটুকুই সুখবর। এর ফলে ঘূর্ণিঝড়ের কবলে সম্ভবত পড়তে হবে না রাজ্যকে।

এদিকে ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে আরও ট্রেন বাতিল করল ইস্ট কোস্ট রেল। বাংলার জন্য যা  কিছুটা সুখবর। রবিবার পুরী ছুঁয়ে বাংলার দিকে এগোনোর আগেই শক্তিক্ষয় হতে শুরু করবে জাওয়াদের। গভীর নিম্নচাপে পরিণত হবে এটি। দুর্যোগের হাত থেকে পুরোপুরি রেহাই নেই।

আজ-কাল তো বটেই, সোমবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজ্য জুড়ে। সব শেষ আপডেট অনুযায়ী, পুরী থেকে ৪২০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। দক্ষিণ ২৪ পরগনার আকাশ আজ সকাল থেকেই মেঘলা। তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। শীতের অনুভূতি কমেছে। বেলা যত বাড়বে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আজ থেকে সুন্দরবনের উপকূলের নীচু এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হবে বলে তথ্যসূত্রে খবর।

শেয়ার করতে:

You cannot copy content of this page