covid

লেবুর দাম ঊর্ধ্বমুখী! কিন্তু কেন?

তৃতীয়পক্ষ ওয়েব- দীর্ঘ দু বছর পর যখন কোভিড মুক্ত পরিবেশ হিসেবে সকলেই একটু হাঁফ ফেলছেন। তার মধ্যেই এমন খবর। ফের কোভিডের বাড়বাড়ন্ত। আর খবর ছড়াতেই ঊর্ধ্বমুখী হলো লেবুর দাম। খবরে প্রকাশ চিনে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে করোনা। ভ্যাকসিনেশন হয়ে গেলেও প্রাকৃতিকভাবে করোনার সঙ্গে লড়াই শুরু করেছে চিনের সাধারণ মানুষ। যার জের পড়েছে ফলের বাজারে।

করোনার ধাক্কা সামলানোর পরও চিনে পরিস্থিতি সবথেকে খারাপ। প্রসঙ্গত, জিরো-কোভিড নীতি থেকে সরে দাঁড়ানোর পরেই এই কোভিড ঢেউয়ের মুখোমুখি চিন।

প্রসঙ্গত, চিনে ৫০০ গ্রাম লেবুর দাম থাকে ২ থেকে ৩ ইউয়ান। যা কিনা বর্তমানে গিয়ে পৌঁছেছে ৬ ইউয়ানে। অর্থাৎ চিনে লেবুর দাম বেড়ে গিয়েছে দুই থেকে তিনগুণ। আশঙ্কা যে, এই দাম আরও বাড়তে পারে। মূলত ৬ ইউয়ানের ভারতীয় মুদ্রায় দাম ৭১.২১ টাকা।

এই পরিস্থিতিতে করোনার হাত থেকে বাঁচতে লেবুকেই হাতিয়ার হিসেবে মনে করছেন চিনারা। চিনের বিভিন্ন এলাকায় ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে লেবুর। যার ফলে এক একটি প্রদেশে লেবুর দাম কার্যত আকাশ ছুঁয়ে ফেলেছে। মানুষ প্রাকৃতিক ভাবেই নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নানা ধরনের ফল কিনে খাচ্ছেন। ভিটামিনযুক্ত ফল খাওয়ার দিকে ঝোঁক বেড়েছে। যার ফলে ব্যাপক চাহিদার মুখোমুখি এখন লেবু।

শেয়ার করতে:

You cannot copy content of this page