স্লোগান

‘খেলা হবে’ রাজনীতির চিত্তাকর্ষক স্লোগান

তৃতীয়পক্ষ ওয়েব:- পিনাকী চৌধুরী।। বছর ঘুরলেই আগামী ফেব্রুয়ারি অথবা এপ্রিল মাসে আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচন।‌ আর রাজনীতি সচেতন মানুষজন এখন চুলচেরা বিশ্লেষণ করছেন ‘ জয় বাংলা ‘ কিম্বা ‘ জয় শ্রী রাম ‘ স্লোগান গুলো নিয়ে। অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ঝাঁঝালো ভাষণে শ্রোতারা মুগ্ধ হতেন । পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির বিভিন্ন চিত্তাকর্ষক স্লোগানগুলো আপামর জনসাধারণের মনে খুব সহজেই গেঁথে যায় ! মূলত গণ আন্দোলনের জন্মলগ্ন থেকেই এই ধরনের স্লোগান গুলো জনমানসে প্রভাব বিস্তার করে আসছে। তবে প্রথমদিকে কিন্তু রাজনীতির এই স্লোগান গুলো বৈদিক মন্ত্রের মতো কিছুটা টেনে উচ্চারণ করা হত, যাতে খুব সহজেই জনমানসে গেঁথে যায়।

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসবার সময় তৃণমূল কংগ্রেসের সেই বিখ্যাত স্লোগান ‘ বদলা নয়, বদল চাই ‘ বেশ ইতিবাচক বার্তা বহন করে সাড়া ফেলেছিল। বাস্তবে এখন তো রাজনৈতিক স্লোগানের ছড়াছড়ি। কিন্তু অতীতের একসময় উর্দু কবি ও কংগ্রেসের নেতা মৌলানা হাসরত মোহানির ‘ ইনকিলাব জিন্দাবাদ ‘ স্লোগানের ভগৎ সিং ‌দ্বারা পরিগ্রহণ অত্যন্ত জনপ্রিয় হয় । তবে ভগৎ সিং যখন এই স্লোগান দেন, তখন তার উদ্দেশ্য ছিল তদানীন্তন ঔপনিবেশিক শাসককে সচেতন করে দেওয়া। তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ‘ জয় হিন্দ ‘ স্লোগানটি আপামর দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল।

সময় থেমে থাকেনি। তারপর বয়ে গেছে অনেক জল। ২০১১ সালে বামফ্রন্ট সরকারের পতন হল। আর তারপর থেকেই বামফ্রন্টের অবিরাম রক্তক্ষরণ হতে থাকে। কিন্তু ২০২০ সালে বামেদের সেই স্লোগান ‘ সরকারে নেই , দরকারে আছি ‘ বেশ ইঙ্গিতপূর্ণ! তবে গত শতাব্দীর শেষ দিকে বামফ্রন্টের স্লোগানগুলো কলেজ ক্যাম্পাসে সীমাবদ্ধ ছিল। রাজনৈতিক স্লোগানে লুকিয়ে থাকে তীব্র শ্লেষ ! ১৯৭৭ সালের নির্বাচনে ইন্দিরা গান্ধীর কংগ্রেসকে হারাতে জনতা পার্টির নেতৃত্বাধীন বিরোধী পার্টির স্লোগান ‘ ইন্দিরা হটাও – দেশ বাঁচাও ‘ যেন সারা দেশে ঝড় তুলেছিল। অপরদিকে ১৯৮৯ সালে লোকসভা নির্বাচনে ভি পি সিং এর সেই বহুচর্চিত স্লোগান ‘ গলি গলি মে শোর হ্যায় / রাজীব গান্ধী চোর হ্যায় ‘ সারা দেশে যেন বিতর্কের সৃষ্টি করেছিল। আর যাইহোক দেওয়াল লিখনে সেইসব সুন্দর কাব্যিক স্লোগান গুলো বেশ উপভোগ্য ! সাম্প্রতিক অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘ হোক কলরব ‘ বেশ উন্মাদনার সৃষ্টি করেছিল।

শেয়ার করতে:

You cannot copy content of this page