Dengue

পুজোর আগে শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গি

তৃতীয়পক্ষ ওয়েব- পুজো সামনেই। আর তার আগেই ক্রমশ শঙ্কা বাড়িয়ে চলেছে ডেঙ্গি। গত দশদিনে সংক্রমণ  ৫ হাজার ছুঁই ছুঁই।  প্রতিদিন শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। দক্ষিণ কলকাতার পরিস্থিতি  এইসময় বেশ খারাপ। একাধিক ওয়ার্ডের ঘরে ঘরে জ্বরে আক্রান্ত মানুষ। অনেকেই ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এর মধ্যে দু’দিনে শহরের দক্ষিণ প্রান্তে মৃত্যু হয়েছে তিন জনের।

সেই সংখ্যা শূন্যে নামানোর জন্য জেলায় জেলায় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, “মশাবাহিত রোগের প্রকোপ রোধে পুরসভা ও পঞ্চায়েতকে উদ্যোগী হতে হবে। আমাদের লক্ষ্য, চিকিৎসা পরিষেবা দিয়ে মৃত্যু ঠেকানো।

জেলার সরকারি হাসপাতালে ভর্তির পরে রোগী সঙ্কটজনক হলে ফেলে রাখা যাবে না। দ্রুত কলকাতার যে হাসপাতালে শয্যা ফাঁকা থাকবে, সেখানে পাঠাতে হবে। তিনি আরও বলেন, “প্রয়োজনে রোগীকে আইসিইউ-তে রেখে চিকিৎসা করতে হবে। ভর্তির পরে চিকিৎসায় গাফিলতি মানা হবে না। সঙ্কটজনক হলে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করতে হবে, যাতে মৃত্যু ঠেকানো যায়।”

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, দার্জিলিঙে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে হাওড়াতেও। ডোমজুড়ে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছিল। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হাওড়া পুরসভার কয়েকটি ওয়ার্ডের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে বালি পুর এলাকা। জেলার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এ দিন হাওড়ায় ২০৯ জন ডেঙ্গি পরীক্ষায় ৫৫ জনের পজিটিভ এসেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে সচেতনতার লিফলেট সব স্তরে পৌঁছতে রেশন, ওষুধের দোকান থেকেও বিলি করা হবে।

শেয়ার করতে:

You cannot copy content of this page