পাল্টাচ্ছে নিয়ম, সময়ের আগে পৌঁছলে দিতে হবে ৩০ টাকা
তৃতীয়পক্ষ ওয়েব- সরকারী কোষাগারকে একটু ভরিয়ে তুলতে মরিয়া হয়ে পড়েছে রেল। স্টেশনে স্টেশনে দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুমগুলিকে বেসরকারীকরণের উদ্যোগ শুরু করেছে কর্তৃপক্ষ। এর ফলে সময়ের আগে ট্রেন ধরতে এলে যাত্রীদের ওয়েটিং রুমের জন্য দিতে হবে ঘন্টা পিছু অতিরিক্ত ৩০টাকা।
রেলের নির্দেশ অনুযায়ী, এখন থেকে ট্রেন ধরতে এসে স্টেশনে অপেক্ষা করতে পারবেন না যাত্রীরা। সময়ের আগে পৌঁছে গেলে নন এসি ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য প্রতি ঘন্টায় যাত্রীকে দিতে হবে ৩০ টাকা। ট্রেনের সময়ের ৩০ মিনিট আগেই স্টেশনে ঢুকতে পারবেন যাত্রীরা। যার ফলে ঘুরিয়ে যাত্রীদের ওয়েটিং রুমে অপেক্ষা করাবার “ফন্দি-ফিকির” এঁটেছে রেল।
প্রসঙ্গত, কিছু বছর আগে থেকেই উচ্চ শ্রেণীর যাত্রীদের থেকে প্রতীক্ষালয় প্রতীক্ষা করার জন্য ঘন্টা পিছু ১০ টাকা করে ধার্য করা হয়েছিল। নন এসি ওয়েটিং রুমগুলি এতদিন পর্যন্ত যাত্রীরা বিনা পয়সায় ব্যবহার করতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে এই ওয়েটিং রুমগুলি ব্যবহার করার জন্য যাত্রীদের প্রতি ঘন্টায় ৩০ ট্যাকের কড়ি গুনতে হবে।