ফেসবুক-ইনস্টা থেকে ডিলিট ২ কোটির বেশি পোস্ট!
তৃতীয়পক্ষ ওয়েব- সোশ্যাল মিডিয়া দৈত্য মেটার বছর শেষে অ্যাকাউন্টধারীদের উপর কোপ। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে প্রায় ২,৯০০০০০ এর বেশি পোস্ট ডিলিট করেছে, কারণ ব্যবহারকারীদের নগ্নতা ও যৌন কার্যকলাপ সম্পর্কিত অভিযোগ।
সম্প্রতি এই প্রসঙ্গে মেটা এক রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে মেটা জানিয়েছে, ১৮ লাখ এবং ১২ লাখ পোস্ট ছিল হিংসাত্মকও। অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র ফেসবুক থেকেই ১.৪৯ কোটির বেশি স্প্যাম কনটেন্ট ডিলিট করা হয়েছে।
বড়ো সংখ্যার পোস্ট কেন ডিলিট করার কারণে জানানো হয়েছে, ফেসবুক ও ইনস্টা’তে এইসব পোস্ট নিয়ম মেনে করা হয়নি। তাই সেগুলিকে ডিলিট করা হয়েছে। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক থেকে জানানো হয়েছে, বিগত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে অনেকবার এমন কঠিন পদক্ষেপ নেওয়ার পরেও অসৎ কাজ করা থেকে ইউজারদেরকে বিরত করা যাচ্ছিল না। যার ফল স্বরূপ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেটার আরও বক্তব্য, তাদের কাছে প্রায় ৫৫৫টি ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের অভিযোগ এসেছে। যার সঙ্গে ২৫৩টি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলেও অভিযোগ। ফেসবুক, ইনস্টাগ্রামের পক্ষ থেকেই জানানো হয়েছে যে, ভারতীয় ব্যবহারকারীদের ২৩ মিলিয়নের বেশি পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তথ্য অনুসারে মেটা ফেসবুক থেকে প্রায় ১.৯৫ কোটিরও বেশি এবং ইনস্টাগ্রাম থেকে প্রায় ৩৩.৯ লক্ষ পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছে শুধুমাত্র ন্যুডিটির জন্য।
আবার অন্যদিকে, ৩৭ লক্ষেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থাও। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো এক রিপোর্ট নভেম্বর মাসে দেওয়া হয়েছিল। যেখানে দেখা গেছে এই এক মাসে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিষিদ্ধ হয়েছেন ভারতে। তথ্য প্রযুক্তি নিয়ম অনুসারে, ২০২১-এর বিধি ৪ (১) (ডি)-এর অধীনে এই অ্যাকাউন্টগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।