Petrol

খুশির খবর, পেট্রোল ডিজেলের দামে বড়ো ঘোষণা

তৃতীয়পক্ষ ওয়েব- পেট্রোল ও ডিজেলের দাম শুনে খুশি হবে আপনারও। বড়ো ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।যদিও অপরিশোধিত তেলের দাম কমে যাওয়াতে দেশজুড়ে পেট্রোল ডিজেলের দাম আগের মতোই আছে। এরকম সময় তেলের উর্ধ্বমুখী দাম কমাতে জনগনকে স্বস্তি দিতে অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার এখন প্রতি ১৫ দিন বাদ অপরিশোধিত তেল, পেট্রোল-ডিজেল এবং বিমান জ্বালানির উপর আরোপিত নতুন কর সম্পর্কে পর্যালোচনা করবে। সাধারণত, আন্তর্জাতিক দামের বিষয়টি মাথায় রেখে এই পাক্ষিক কর নিয়ে পর্যালোচনা করা হবে।

টাকার পতন প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, RBI এবং সরকার সবসময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অন্যদিকে আমদানির ক্ষেত্রে টাকার মূল্যের প্রভাব সম্পর্কে সরকার বর্তমানে পুরোপুরি সচেতন।

তেলের দাম কমেছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, দার্জিলিং, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায়। এই ১২টা জেলায় পেট্রোল ডিজেলের দাম বর্তমানে নিম্নমুখী। এর পাশাপাশি পেট্রোল–ডিজেলের মূল্য বেড়েছে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও জলপাইগুড়িতে ।

তেলের দাম শহর অনুযায়ীঃ-

আলিপুরদুয়ার: ১০৬.৮২ টাকা
বাঁকুড়া: ১০৬.৭১ টাকা
বীরভূম: ১০৬.৬৮ টাকা
কোচবিহার: ১০৬.৭৯ টাকা
উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে: ১০৬.৫৪ এবং ১০৬.১০ টাকা
দার্জিলিং: ১০৫.৮৭ টাকা
হুগলি: ১০৬.৩২ টাকা
জলপাইগুড়ি: ১০৬.৪৬ টাকা
মালদা: ১০৫.৮১ টাকা
ঝাড়গ্রাম: ১০৬.৮৯ টাকা
কলকাতা: ১০৬.০৩ টাকা
কালিম্পঙ: ১০৫.৯৮ টাকা
হাওড়া: ১০৬.২২ টাকা
মুর্শিদাবাদ: ১০৭.৩৯ টাকা
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মোট: ১০৬.৪৯ এবং ১০৬.০৩ টাকা

শেয়ার করতে:

You cannot copy content of this page