ভারতে পুরুষের থেকে বেশি হল মহিলার সংখ্যা, উঠে এল সমীক্ষায়

তৃতীয়পক্ষ ওয়েব- এই প্রথমবার ভারতে পুরুষের থেকে বাড়ল নারীর সংখ্যা!  জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় এমন তথ্যই উঠে এল। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১,০০০ জন পুরুষে ভারতে ১,২০০ জন মহিলা আছেন। সেইসঙ্গে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে, আর জনবিস্ফোরণের আশঙ্কা নেই ভারতে। জনসংখ্যার বয়সও কমে আসছে না।

প্রসঙ্গত, গত বুধবার জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম পর্যায়ের তথ্য প্রকাশিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯০ সালে ভারতে ১,০০০ জন পুরুষপিছু মহিলার সংখ্যা ছিল ৯২৭। ২০০৫-০৬ সালের জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় পুরুষ এবং মহিলার সংখ্যা সমান ছিল। অর্থাৎ প্রতি ১,০০০ জন মহিলায় পুরুষের সংখ্যা ছিল ১,০০০ জন। কিন্তু ২০১৫-১৬ সালে জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় সেই সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। মহিলা এবং পুরুষের অনুপাত দাঁড়িয়েছিল ৯৯১:১,০০০। আর এবার পুরুষদের টেক্কা দিয়েছেন মহিলারা। ফলে জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষা হোক বা আদমশুমারি – এই প্রথমবার কোনও পরিসংখ্যানে পুরুষদের নিরিখে নারীদের সংখ্যা থাকল এগিয়ে।

পুরুষদের থেকে নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আশাবাদী প্রশাসনিক মহল। তার মধ্যেও নারী এবং পুরুষদের গড় আয়ুর মধ্যে ফারাক আছে। ভারতীয় সেনসাসের ওয়েবসাইট অনুযায়ী, ২০১০-১৪ সালের মধ্যে পুরুষ এবং মহিলাদের গড় আয়ু ছিল ৬৬.৪ বছর এবং ৬৯.৬ বছর। আর তাই ভারতের ক্ষেত্রে জন্মের সময় অনুযায়ী পুরুষ ও নারীর অনুপাতের হার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার করতে:

You cannot copy content of this page