কলকাতা থেকে বাগডোগরা আকাশছোঁয়া ভাড়া বিমানের

তৃতীয়পক্ষ ওয়েব- আকাশছোঁয়া ভাড়ার গেড়োয় নাজেহাল মানুষ। রানওয়ে সংস্করণের কাজে উড়ান বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের শুরু হচ্ছে উড়ান পরিষেবা।  আর সেখানেই হয়েছে হুজ্জোতি। কলকাতা বাগডোগরার বিমান ভাড়া হয়ে উঠেছে লাগামছাড়া।

আর তাই বাড়ছে ভাড়া ভলভো বাসের। প্রায় ৫০০০ টাকা দিয়েও কাটতে হচ্ছে বাসের টিকিট। রেলের তরফে হাওড়া, শিয়ালদহ ও কলকাতা থেকে অতিরিক্ত তিন জোড়া ট্রেন দিলেও মিলছে না কনফার্ম বুকিং। যার ফলে অতিরিক্ত ভাড়া দিয়েই কলকাতা থেকে যেতে হচ্ছে বাগডোগরা বা শিলিগুড়ি।

কলকাতা থেকে বাগডোগরা বিমানে  সময় লাগে এক ঘণ্টার মতো। আর এই এক ঘণ্টার যাত্রাপথেই ভাড়া ছুঁয়েছে আকাশ।

* আগামিকাল মঙ্গলবার সকাল ৯ঃ১০ মিনিটে এয়ার এশিয়া বিমানের ভাড়া ১১,৬৯২ টাকা।

*দুপুর ১২ঃ৫৫ গো ফার্স্ট-এর ভাড়া হয়েছে ১১,৫৯২ টাকা।

*স্পাইস জেটের দুপুর ২ঃ৪৫-এর বিমানের ভাড়া হয়েছে ১১,৫৪২ টাকা।

যদিও ২৭ তারিখ থেকে ভাড়ার অঙ্ক কিছুটা কমেছে। সেখানে ১১ হাজারের বদলে মিলছে ৮ বা ৯ হাজার টাকাতেও।

*২৭ এপ্রিল এয়ার এশিয়ার সকাল ৯ঃ১০-এর বিমানের ভাড়া হয়েছে ৯০১৪ টাকা।

*স্পাইসজেটের সকাল ১০ঃ২০-এর বিমানের ভাড়া হয়েছে ৯৩৪২ টাকা।

*ইন্ডিগোর সকাল ১০ঃ৩০-এর বিমানের ভাড়া হয়েছে ১১৭৯২ টাকা।

*এয়ার এশিয়ার দুপুর ১২ টার টিকিট মিলছে ৮৫৯৯ টাকায়।

*ইন্ডিগোর দুপুর ১২ঃ২০-এর বিমানের টিকিট মিলছে ১০১৯২ টাকায়।

*গো ফার্স্টের দুপুর ১২ঃ৫৫-এর বিমানের টিকিট মিলছে ৮২৯২ টাকায়।

*দুপুর ১ঃ৪০-এর এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট মিলছে ১২৫৬২ টাকায়।

*দুপুর ২ঃ৪৫-এর স্পাইসজেটের টিকিট মিলছে ৮৭৪২ টাকায়।

শেয়ার করতে:

You cannot copy content of this page