selim mondal cpim

লাল ঝান্ডা মানে শুধুই ‘পক্ককেশী’ নয় দেখালেন সেলিম

তৃতীয়পক্ষ ওয়েব- ধর্মতলা চত্বরজুড়ে আজ ছিল শুধু শ্বেত পতাকার ভিড়। বাম ছাত্র যুবদের ‘ইনসাফ সভা’। প্রথমে ধর্মতলার ওয়াই চ্যানেলে সভা হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই বদলে যায় সভাস্থল। পুলিশ অনুমতি দিচ্ছিল না ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে। কোনও সভামঞ্চ প্রস্তুত ছিল না ভিক্টোরিয়া হাউসের সামনে। একটি গাড়ির উপরেই অস্থায়ীভাবে সভামঞ্চ বানিয়ে চলে সভা। বক্তা হিসেবে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

তখন তরুণ মুখদের ভিড় থইথই করছে। যা দেখে আগামী প্রজন্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত মহম্মদ সেলিমও। এদিন অস্থায়ী মঞ্চ থেকেই জানিয়ে দিলেন, বাম মানে যে শুধু ‘সাদা চুল’  তা নয়। মহম্মদ সেলিম বলেন, ‘যাঁরা ১০-১৫ বছর ধরে বলছিল, বামফ্রন্ট মানে, লাল ঝান্ডা মানে সাদা চুল… দেখুন, দেখে নিন কালো চুলের যৌবনের ঢল’।

প্রসঙ্গত, ধর্মতলায় বামেদের ইনসাফ সভা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বাম ছাত্র-যুবদের স্নায়ুর লড়াই চলছিল। লালবাজারে গিয়ে আলোচনা করেছিলেন মীনাক্ষীরা।  কিন্তু পুলিশ ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দেয়নি। ওয়াই চ্যানেলে সভা করার প্রস্তুতি নিয়েছিল তারা।  এরপর হঠাৎ করেই তা বদলে আবার ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা হয়। মীনাক্ষীদের সামনে রেখেই এদিন মহম্মদ সেলিম তাঁর কথায় বুঝিয়ে দিতে চাইলেন, বামেদের আগামী প্রজন্ম তৈরি রয়েছে।

সাদা পতাকার ভিড়ের মধ্যে বার বার ঘুরে ফিরে আসে একটি মুখ। তা হলো আনিস খানের মুখ। আনিসের ছবি দেওয়া বড় বড় প্ল্যাকার্ডসহ অনেকের সঙ্গে উপস্থিতি ছিলেন আনিসের বাবাও। শুধু আনিসই নয়, প্রয়াত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর ছবিও দেখা যায় ধর্মতলার ভিড়ে।  সব মিলিয়ে ‘ইনসাফ’ এদিন যেন আরও একবার শক্তি প্রদর্শন করল। এ যেন এক জবাব।

শেয়ার করতে:

You cannot copy content of this page