আপনি ভাবলেই হয়ে যাবে কাজ! মানুষের মস্তিষ্কে চিপ বসবে এবার

তৃতীয়পক্ষ ওয়েব- ধরুন আপনি রাস্তা দিয়ে হাটছেন, এমন সময় একটা কথা মাথায় এলো, কিন্তু কথা বলার অবস্থায় আপনি নেই। তখন যদি আপনার ফোন আপনার মনের কথা বুঝে বাড়ির লোককে নিজে থেকেই ফোন করে। কিংবা কাজের মধ্যে আটকে পড়ে গুরুত্বপূর্ণ মেইল করার প্রয়োজন হলেও, তা পারছেন না। আর তখন যদি আপনার ল্যাপটপ নিজেই সেই মেইল করে দেয়, তাহলে কেমন হবে!

ভাবছেন, কি সব আজগুবি গালগল্প! না একদমই নয়। এমনই ভাবনা বাস্তবে রূপায়ন করতে চলেছেন ইলন মাস্ক। আগামী কয়েক বছরের মধ্যে মানুষের মস্তিষ্কে এমন এক চিপ বসাতে চলেছে, যার ফলে মানুষের মুখ থেকে কথা বের না হলেও, মনের ভাবনা মতো কাজ শুরু করে দেবে সঙ্গে থাকা ডিভাইস।

নিউরালিংক এমনই একটি নিউরাল ইমপ্লান্ট তৈরি করেছে, যা কোনও মাধ্যম ছাড়াই আপনার মস্তিষ্কের ভেতরের কার্যকলাপ সম্পর্কে জানতে পারবে এবং নিজে থেকেই কাজ করা শুরু করে দেবে।  ইলন মাস্ক এক সাক্ষাৎকারে জানান, ‘আমাদের কোম্পানি এক বছরের কম সময়ের মধ্যে এমন এক চিপ তৈরি করতে সক্ষম হবে, যা মানুষের মস্তিষ্কে বসানোর পর সবকিছু নিজে থেকেই করতে পারবে। এটি বানরদের উপর প্রয়োগ করে আমরা সফলতার দিকে এগোচ্ছি। ভবিষ্যতে এটি মানুষের জন্যে প্রয়োগ করা হবে’। আরও জানান ‘যারা মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে রয়েছেন, তাঁদের জন্য এটি ভীষণ উপকারী হতে পারে। আশা করছি আগামী বছরের মধ্যে এফডিএ থেকে এর জন্য অনুমোদন পেয়ে যাব’।

শেয়ার করতে:

You cannot copy content of this page