প্রবল গরমে স্কুলের সময় বদল
তৃতীয়পক্ষ ওয়েব- পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম। তাপপ্রবাহের জেরে সরকারি স্কুলে সময় বদলের পরামর্শ স্কুল শিক্ষা দফতর। প্রাথমিক থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির সময় এগিয়ে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
যে এলাকাগুলিতে প্রয়োজন, সেখানে প্রাথমিক এবং এসএসকে স্কুলগুলির পঠনপাঠন সকাল থেকে শুরু হোক৷ তবে সময় পরিবর্তন সম্ভব না হলে গরমের জন্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হবে।
এই তীব্র গরমে পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয়, সে দিক সামাল দেওয়ার কথা জানানো হয়েছে উক্ত নির্দেশিকায়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলগুলির ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে৷ বেশ খারাপ অবস্থা পশ্চিমাঞ্চলের জেলাগুলির৷ আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলবে বলে আবহাওয়া দফতর থেকেও সতর্কবার্তা জারি হয়েছে৷