ইতিহাসের সাক্ষী হলো গোটা বাংলাদেশ

তৃতীয়পক্ষ ওয়েব-  শনিবার আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে  শেখ হাসিনা বলেন ‘আসুন, আমরা শপথ নিই, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার। জাতির পিতার স্বপ্ন  বাস্তবায়ন করার। যতবারই হত্যা করো, জন্মাব আবার। দারুণ সূর্য হব। লিখব নতুন ইতিহাস।’

এদিন বক্তৃতায় নাম না করেই সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তোপ দাগেন শেখ হাসিনা। তিনি বলেন যে , ‘ষড়যন্ত্রের জন্যই সেতু নির্মাণ পিছিয়ে গেছে ২ বছর। আমরা হতাশ হইনি। হতোদ্যম হইনি। আজ পদ্মার বুকে জ্বলে উঠেছে লাল নীল সবুজ আলোর ঝলকানি।’

পদ্মা সেতুতে ১২২ মিটার গভীরতা পর্যন্ত পাইল বসানো হয়েছে, বিশ্বের আর কোনো সেতুতে এত গভীরতা পর্যন্ত পাইল বসানো হয়নি। পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের রাজনীতি বরাবর বেশ উত্তপ্ত ছিল। সরকার বিরোধী শিবির তো বটেই, এমনকী সরকার কক্ষের লোকেরাও বলতেন, দেশের টাকায় এত বড় সেতু নির্মাণ বাংলাদেশের পক্ষে অসম্ভব।

শেয়ার করতে:

You cannot copy content of this page