রোদে পোড়া দাগ দূর করুন এভাবে
- শশা ও লেবু দুটোই ত্বক ব্লিচ করার জন্য ভালো। ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ শশার রস, এক টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে মেখে নিন। ১০-১৫ মিনিট রেখে দেওয়ার পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের পোড়া ভাব যেমন কমে যাবে, তেমনি ত্বক হবে ঝলমলে।
- একটা টমেটো গ্রেট করে নিন। এতে মেশান ১ চামচ চন্দন পাউডার আর অল্প হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে হাতে এবং ত্বকে লাগিয়ে নিন। এতে ত্বকের ট্যান কমে যাবে। এক্ষেত্রে অয়েলি স্কিন হলে লেবু মেশাতে পারেন। আর ড্রাই স্কিন হলে কাঁচা দুধ ব্যবহার করুন। ভালো ফল পাবেন।
- বেসন ত্বকের ময়লা দূর করে উজ্জ্বল করে। তিন চামচ বেসনের সঙ্গে এক চামচ অলিভ অয়েল ও লেবুর রস মেশান। এর সঙ্গে সামান্য হলুদ যোগ করুন। এবার ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ত্বকের পোড়া ভাব দূর হবে, ত্বক হবে উজ্জ্বল।