ফ্লোরিডা

ফ্লোরিডায় বিধ্বংসী হারিকেনের তাণ্ডব

তৃতীয়পক্ষ ওয়েব- তাণ্ডব দেখাচ্ছে হারিকেন ‘ইয়ান’। আমেরিকার ফ্লোরিডায়  ‘ক্যাটাগরি ফোর’ ঘূর্ণিঝড়ের দাপটে তৈরি হওয়া দৃশ্য দেখে শিউরে উঠছে নেটদুনিয়া। কিউবায় ধ্বংসলীলা চালিয়ে হারিকেন ইয়ান ঝাপটে পড়েছে ফ্লোরিডায়। ঘণ্টায় ২৪১ কিলোমিটার বেগে  ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মার্কিন মুলুকের এই প্রদেশ। কোথাও দেখা যাচ্ছে মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড়ের ধাক্কায় কার্যত শূন্যে আছাড় খেলেন। আবার আরেকটিতে দেখা গেল, খেলনার মতো উলটেপালটে গেল একটি গাড়ি। কোথা আবার রাস্তায় উঠে এসেছে হাঙর! প্রায় মহাসংকটে ফ্লোরিডাবাসী।

বছরে এরকম এক-দু’টি ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলাতে অভ্যস্ত ফ্লোরিডা। উপকূলবর্তী প্রদেশ হওয়ায় প্রাকৃতিক বিপর্যয় ফ্লোরিডাবাসীর সঙ্গী। তবে এবার ‘ইয়ান’ যেন দৈত্য হয়ে এসেছে। ১৮ লক্ষ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। শক্তিশালী ঘূর্ণিঝড় উপড়ে ফেলেছে বিদ্যুতের খুঁটি। রাস্তা আর হ্রদ আলাদা করা যাচ্ছে না। আর সেই সুযোগেই হাঙর উঠে এসেছে রাস্তায়! যে সব দৃশ্য সিনেমায় দেখা যায়, চোখের সামনে দেখে আতঙ্কে সিঁটিয়ে যাচ্ছেন বাসিন্দারা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বাস দিয়ে জানিয়েছেন, ”আমরা সাহায্যের জন্য প্রস্তুত। তছনছ হয়ে যাওয়া ফ্লোরিডার পুনর্গঠন করে দেব আমরা। ফ্লোরিডা আরও এগিয়ে যাবে। এটা আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতি।”
শেয়ার করতে:

You cannot copy content of this page