google

কর্মক্ষেত্রে কাজ করুন আনন্দে, সুন্দর পিচাই

তৃতীয়পক্ষ ওয়েব- বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে। আর তার কারণেই ব্যয় কমাতে রাশ টানতে বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে সকলের সবজান্তা ‘গুগল’কে। যার ফলে বিনোদন ও ভ্রমণের খাতে রাশ টানা ছাড়াও কর্মী ছাঁটাই হচ্ছে গুগলে।

তাই গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বললেন, জীবনে টাকাটাই সব কিছু নয়। কর্মস্থলে আনন্দ করে কাজ করতে বলছেন তিনি।

সারা বিশ্ব এখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যার মধ্যে অনেক বড় বড় প্রতিষ্ঠানের লাভের পরিমাণ কমেছে। সেই তালিকায় নাম আছে গুগলেরও। গুগলের নানা সিদ্ধান্তের কারণে কর্মীদের মধ্যে কিছু অসন্তোষ ছিল। এ বিষয়ে সিইও সুন্দর পিচাইয়ের হস্তক্ষেপ কামনা করেন। তখন কর্মীদের বলেন, ‘টাকাটাই সব কিছু নয় বরং কর্মস্থলে আনন্দ নিয়ে কাজ করা উচিত।’

সুন্দর পিচাই বলেন, কাজের মধ্যে সুখ খুঁজে নেওয়াতেই সুখ লুকিয়ে রয়েছে। এই প্রসঙ্গে তিনি অতীতের স্মৃতিচারণা করে বলেন, গুগলের যাত্রা শুরুর সময় তাঁরা বেশি অর্থ না পেলেও আনন্দ নিয়ে কাজ করেছিলেন। তাই গুগল মহীরুহে পরিণত হয়েছে।

কর্মীদের একসঙ্গে থাকার পরামর্শ দিয়ে সুন্দর পিচাই বলেন, ‘আশা করি, আপনারা সবাই খবর পড়ছেন। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটি সংস্থা হিসেবে আমাদের একসঙ্গে থাকাটা মনে হয় গুরুত্বপূর্ণ।’

তথ্যসূত্র: এনডিটিভি

শেয়ার করতে:

You cannot copy content of this page