নিউজিল্যান্ড সিরিজ জয়ের পর দ্রাবিড় প্রশংসা করলেন প্লেয়ারদের
তৃতীয়পক্ষ ওয়েব- বিশ্বকাপে হারের পর কাটা ঘায়ে কিছুটা হলেও স্বস্তির প্রলেপ দিয়েছে নিউজিল্যান্ড সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট দলকে ৩-০ ব্যবধানে হারিয়ে রবিবার সিরিজ জিতে নিয়েছে রোহিত ব্রিগেড। অধিনায়ক হিসেবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত, জিতে নিয়েছেন ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার। অন্যদিকে আবার তরুণ হর্ষল প্যাটেল, ভেঙ্কটেশ আইয়ার, কে এল রাহুলরাও যথেষ্ট ভালো খেলেছেন।
আর এই জয় নিয়েই এবার মুখ খুললেন কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন,”এটা সত্যিই ভালো সিরিজ ছিল একটা। সিরিজের শুরু থেকেই সবাই ভালো খেলেছে। এভাবে একটা ভালো শুরু করতে ভালো লাগছে কিন্তু আমরা বাস্তববাদী আর আমাদের পা মাটিতে রেখে চলতে হবে।” দলের তরুণ খেলোয়াড়দেরও প্রশংসা করেছেন তিনি। তিনি পরিষ্কার জানান, যে সমস্ত খেলোয়াড় গত তিন মাসে বেশি খেলার সুযোগ পাননি, মূলত তাদেরকে দিয়েই এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভারতের কাছে এই মুহূর্তে প্রচুর অপশন আছে দেখে খুবই ভালো লাগছে। খেলা নিয়ে রাহুল জানালেন, “বিশ্বকাপ ফাইনালের পর ছয় দিনে তিনটি ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পক্ষে সহজ ছিল না। আমাদের এগিয়ে যেতে হবে।” প্রসঙ্গত রাহুলের নেতৃত্বে এবার নতুন করে যাত্রা শুরু করল ভারতীয় দল। লক্ষ্য অবশ্যই আইসিসি ট্রফি জয় করা। আর তার জন্য প্রথমেই দরকার আত্মবিশ্বাসের ভেসে না গিয়ে মাটিতে পা রেখে কাজ করা। প্র্যাকটিসে জোর দেওয়া।