gold

সোনার দামে পতন, বিনিয়োগ করুন ডিজিটাল গোল্ডে

তৃতীয়পক্ষ ওয়েব- যদি আপনার বিনিয়োগ করার উদ্দেশ্য থাকে, তবে বিনিয়োগ করতে পারেন ডিজিটাল গোল্ডে। এক্ষেত্রে হাতে কোনও গয়না বা বিস্কুট পাওয়া যাবে না, তবে ক্রেতার নামে নির্দিষ্ট পরিমাণ সোনা থাকবে। আর হারিয়ে যাওয়া বা সোনা চুরিরও কোনও ভয় থাকে না। এ-ছাড়া, কোনওরকম মেকিং চার্জ বা মজুরিও দিতে হয় না। ডিজিটাল গোল্ডে বিনিয়োগ গয়নার তুলনায় সাধারণত লাভজনকই হয়। আর তাই বলা হয় যে, শুধুমাত্র বিনিয়োগের উদ্দেশ্য থাকলেই ডিজিটাল গোল্ড সেরা বিকল্প ডিজিটাল যুগে।

ডিজিটাল গোল্ড কেনার সবচেয়ে ভাল  জায়গা হল গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এ-ছাড়াও রয়েছে গোল্ড লিঙ্কড মিউচুয়াল ফান্ড। যেখানে বিনিয়োগ করেও ভাল রিটার্ন পাওয়া যেতে পারে। এমনকি অনলাইনে এমন অনেক পোর্টাল রয়েছে, যার মাধ্যমে ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করা যেতে পারে।

শেয়ার করতে:

You cannot copy content of this page