Joka taratola

জোকা তারাতলা মেট্রো

তৃতীয়পক্ষ ওয়েব :- পিনাকী চৌধুরী।। বৃহত্তর বেহালাবাসীর স্বপ্ন পূরণ হচ্ছে আজ ৩০ ডিসেম্বর। দীর্ঘ বারো বছরের অপেক্ষার পালা শেষ। আজ জোকা তারাতলা মেট্রো রেলের শুভ সূচনা। তবে সাধারণ যাত্রীরা আগামী ২ জানুয়ারি থেকে এই মেট্রো পরিষেবা পাবেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী প্রয়াত হয়েছেন। তাই প্রধানমন্ত্রী কলকাতায় আসতে পারছেন না। কিন্তু নরেন্দ্র মোদী ভার্চুয়ালী এই মেট্রো রেলের উদবোধনে অংশগ্রহণ করবেন। জোকা থেকে তারাতলা এই মেট্রো রেলের দূরত্ব ৬.৫ কিলোমিটার। আপাতত ‘ ওয়ান ট্রেন সিস্টেম ‘ চালু হচ্ছে। অর্থাৎ যে ট্রেনটি জোকা থেকে তারাতলা যাবে, সেই ট্রেনটিই আবার তারাতলা থেকে যাত্রী নিয়ে জোকাতে ফিরে যাবে।

জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারপরেই তারাতলা স্টেশন। খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এইসব মেট্রো স্টেশন গুলো। আপাতত স্মার্টগেট থাকছে না। পেপার টিকিট কিনেই যাত্রীদের মেট্রোতে চাপতে হবে। জানা গেছে, এই মেট্রো রেল রুটের সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা এবং সর্বোচ্চ ভাড়া কুড়ি টাকা। বেহালার বাসিন্দারা উপকৃত হবেন । প্রসঙ্গত, কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন সময়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেট্রো রুটেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

শেয়ার করতে:

You cannot copy content of this page