আমার মাথা স্ক্যান করব রোনাল্ডো হয়ে গেলে, মজাদার জবাব বিরাট কোহলির

তৃতীয়পক্ষ ওয়েব- বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন বিরাট কোহলি। অন্যদিকে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীদের কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হলেন আইডল। বিরাট কোহলিও ফিটনেস ফ্রিক। তিনিও রোনাল্ডোর ফিটনেস রুটিন এবং খেলার প্রতি পর্তুগিজ মহাতারকার ডেডিকেশনের ভক্ত এবং প্রায়শই তাকে অনুসরণ করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একটি ফটোশুট ইভেন্টের সময় কোহলি তার মনের কথা জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্বন্ধে।

প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাটকে প্রশ্ন করা হয় তিনি যদি কোনও দিন রোনাল্ডো হয়ে জেগে ওঠেন কি করবেন? প্রাক্তন ভারত অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিজের প্রিয় খেলোয়াড় হিসাবে বর্ণনা করে বলেছিলেন, “আমি আমার মস্তিষ্ক স্ক্যান করে দেখবো যদি এটি সত্যিই কোনোদিন হয় এবং আমি দেখব যে কোথা থেকে তার মধ্যে এরকম বিশাল পরিমাণ মানসিক শক্তি আসে।”

 

View this post on Instagram

 

A post shared by Ronaldo Vibes (@ronaldovibes)

এরপর কোহলি আরসিবি দলের কিছু মুহূর্ত এবং সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির কথাও বলেছেন। আইপিএল ফাইনাল ২০১৬ এবং একই বছর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হওয়া ম্যাচ দুটিকে কোহলি খেলোয়াড় জীবনের সবচেয়ে হৃদয়বিদারক মুহুর্ত হিসেবে দেখিয়ে ছিলেন।

প্রসঙ্গত ২০১৬ মরশুমের আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। আইপিএলের ১৬টি ম্যাচে ৮১.০৮ গড়ে ৯৭৩ রান করেছেন যা এক মরশুমে আইপিএলে সর্বাধিক রানের রেকর্ড। গুজরাট লায়ন্সের বিরুদ্ধে আইপিএল ২০১৬-র ইনিংসটিকে বেছে নিয়েছিলেন আরসিবির সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হিসেবে। এই ভিডিওটিতে ভারতীয় পেসার মহম্মদ সিরাজ এবং অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিসকেও দেখানো হয়েছে যারা রজার ফেডেরারকে তাদের প্রিয় খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন।

শেয়ার করতে:

You cannot copy content of this page