দেশের অর্থনীতি নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

তৃতীয়পক্ষ ওয়েব- শ্রীলঙ্কা’র অর্থনৈতিক অবস্থা তলানিতে। এই মুহুর্তে দেশের অবস্থাও বেশ টাল মাটাল। এদিন দেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বগটুই কাণ্ডে নিহতদের পরিবারকে চাকরির নিয়োগপত্রও তুলে দেওয়ার সময় ভার্চুয়াল সভায় তিনি একাধিক বিষয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন।

শ্রীলঙ্কার অর্থনীতির সঙ্গে ভারতের তুলনা না করে বলেন, ‘শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট চলছে। সেখানকার মানুষ অর্থনৈতিক সংকটের ফলে কিভাবে আন্দোলনে নেমে পড়েছে তা গোটা বিশ্ব দেখছে।  এদিক দিয়ে দেখলে আমাদের দেশের অর্থনীতি অবস্থাও খুব একটা ভালো নয়। কেন্দ্রীয় সরকার দিনের পর দিন পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে চলেছে। রান্নার গ্যাসের দাম বেড়েছে। রাজ্যে রাজ্যে জিএসটি এসে পৌঁছচ্ছে না। সাধারণ মানুষ দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে সমস্যায় পড়ছেন। এইসব কথা বলার পর তিনি বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন যে, সরকারের উচিত অর্থনৈতিক দিকটি ভালো করে বিবেচনা করে দেখে নেওয়া।

মমতার এই মন্তব্যের সমালোচনা করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘আলোচনা করে দেখা উচিত বাংলায় কীরকম আর্থিক সঙ্কট চলছে। রাজ্য সরকার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কমিয়ে দিয়েছে। অন্যদিকে দিদির অনুদানের রাজনীতির ফলে রাজ্যের হাল খারাপ হয়েছে। রাজ্যের কর্মচারীরা ডিএ পাচ্ছেন না বর্তমানে। আর মাননীয়া এইসব কথা বলছেন’।

বগটুই কাণ্ড, আলিয়া বিশ্ববিদ্যালয় বিতর্ক নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কের মাঝে তিনি মন্তব্য করেন যে, অভিযুক্ত ছাত্রনেতাকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু ওদিকে বিশ্বভারতী কাণ্ডে ক’জন গ্রেপ্তার হয়েছে সে বিষয়েও প্রশ্ন তোলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

শেয়ার করতে:

You cannot copy content of this page