নূপুর শর্মার বিরুদ্ধে জারি হলো লুকআউট সার্কুলার

তৃতীয়পক্ষ ওয়েব- বিজেপি মুখপাত্র নূপুর শর্মার একটা মন্তব্য গোটা দেশে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তার জেরে গোটা দেশজুড়ে শুরু হয়েছিল অশান্তি। আর সেই অশান্তির ছোঁয়া থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গও। এই গোটা বিষয় বিরোধী দল মোদী সরকারের তুলোধোনা করছিল। এদিন শুক্রবার শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় নূপুর শর্মাকে। অন্যদিকে শনিবার বিজেপির সাসপেন্ড নেত্রীর বিরুদ্ধে কলকাতা পুলিশ লুকআউট সার্কুলার জারি করল।

সুপ্রিম কোর্টের মন্তব্য , ‘দেশের মধ্যে সাম্প্রতিক যে হিংসা ও অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, আগুন জ্বলেছিল বিভিন্ন জায়গায়, তার জন্য দায়ী শুধুই নূপুর শর্মা। তাই প্রকাশ্যে সমস্ত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর।’ এদিন সুপ্রিম কোর্টের এই ভর্ৎসনায় মাথা নীচু হয়েছে নূপুর শর্মা এবং বিজেপি। এর পরপরই এই লুকআউট সার্কুলার জারি কলকাতা পুলিশের।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, এক নিউজ চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়ে হজরত মহম্মদের নাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন নূপুর। যার জেরে নূপুরের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে এফআইআর দায়ের হয়েছে। কলকাতা পুলিশ তাঁকে একাধিকবার ডেকেও পাঠিয়েছিল। কিন্তু নূপুর শর্মা বিভিন্ন অজুহাত দেখিয়ে কলকাতা পুলিশের মুখোমুখি হননি। আর তাই সুপ্রিম কোর্টের মন্তব্যের পরই লুকআউট সার্কুলার জারি করা হল। প্রসঙ্গত এদিনও নূপুরকে গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস।

শেয়ার করতে:

You cannot copy content of this page