‘শূন্য ভাঁড়ার’, দুর্গাপুজোর অনুদান ৬০ হাজার করলেন মমতা
তৃতীয়পক্ষ ওয়েব- রাজ্যের ভাঁড়ারের অবস্থা বেশ টলমল। তার পরও দুর্গাপুজোর জন্য এইবছর ‘কল্পতরু’ রাজ্য সরকার। গতবছর দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এই বছর সেই অনুদানের অঙ্ক আরও বাড়িয়ে দিল রাজ্য সরকার। সোমবার দুর্গাপুজো সংক্রান্ত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এই বছর দুর্গাপুজোর জন্য ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ক্লাবগুলিকে। মমতা বলেন যে, “আমার কাছে কিন্তু নেই, ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করে দেবেন, এটা আমি আশা করি। তাই এবার আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাটা ৬০ হাজার টাকা করে দিলাম। এবার খুশি তো?”
কেন্দ্র থেকে যে টাকা আসছে না সেই কথাও উঠে আসে মমতার কথায়। বললেন, ‘আমায় কেন্দ্র পয়সা দিচ্ছে না। ১০০ দিনের কাজে টাকাই নেই। সব সরকারি ফান্ড কমিয়ে দিয়েছি। পুজোটা ভাল করে করতে হবে। কম টাকাতেও ভাল পুজো হয়।’
এই বছর রাজ্যে চারদিন ধরে দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন চলবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিমা নিরঞ্জন। অন্যদিকে ৭ অক্টোবর জেলাগুলিতে হবে দুর্গাপুজোর কার্নিভাল এবং ৮ অক্টোবর কলকাতায় আয়োজিত হবে দুর্গাপুজোর কার্নিভাল।