আকাশ রক্ষার দায়ীত্বে ভারতের প্রথম মহিলা পাইলট অভিলাষা

তৃতীয়পক্ষ ওয়েব- ভারতের আকাশে যোগ হলো আরও একটি পালক। তৈরি হল ইতিহাস। এই প্রথম সেনাবাহিনীর এভিয়েশন কোরে কোনও মহিলা পাইলট নির্বাচিত হল ভারতে। ক্যাপ্টেন অভিলাষা রুদ্র এবং এলসিএইচের মতো ফাইটার হেলিকপ্টার ওড়াতে দক্ষ।

আন্তর্জাতিক নারী দিবস ২০২২-এর থিম ছিল ‘আগামী সোনার ভবিষ্যৎের জন্য আজ দরকার লিঙ্গ সমতা।’ সেই থিমকেই যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করলো ভারতীয় সেনাবাহিনী। ‘এভিয়েশন কর্পসের ইতিহাসে এটি একটি সোনার দিন কারণ এই প্রথমবারের জন্য কোনও মহিলা অফিসারকে যুদ্ধ-বিমানচালক হিসাবে নির্বাচন করা হয়েছে’ বলে জানালেন এক কর্মকর্তা।

ভারতীয় সেনাবাহিনীর এভিয়েশন কর্পস ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। নাসিকের কমব্যাট আর্মি এভিয়েশন ট্রেনিং স্কুলের সমাবর্তন অনুষ্ঠানে ক্যাপ্টেন অভিলাষা বরাক-সহ মোট ৩৬ জন সেনা পাইলটকে ‘উইংস’ দেওয়া হয়।

এভিয়েশন কর্পসের দায়িত্ব হল সেনাবাহিনীর শেষ ফাঁড়িতে থাকা সৈন্যদের কাছে খাবার, অস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা। সাধারণত এমন আউটপোস্ট রয়েছে যাতে সড়ক পথে পৌঁছানো সম্ভব হয় না। যেমন সিয়াচেন হিমবাহ, নিয়ন্ত্রণরেখা, পূর্ব লাদাখ, অরুণাচল প্রদেশ ও সিকিমে এমন অনেক সেনা চৌকি রয়েছে যেখানে সড়কপথে পৌঁছানো প্রায় অসম্ভব। শুধুমাত্র এভিয়েশন কর্পসের হেলিকপ্টারই সেখানে চলাচল করতে পারে।

হরিয়ানার পঞ্চকুলার বাসিন্দা হলেন ক্যাপ্টেন অভিলাষা। বাবাও সেনাবাহিনীতে কর্নেল হিসাবে কাজ করেছেন। ২০১৮ সালে সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কর্পসে যোগ দিয়েছিলেন ক্যাপ্টেন অভিলাষা এবং এর পাশাপাশি বেশ কয়েকটি পেশাদার সামরিক কোর্সও করেছেন তিনি।

শেয়ার করতে:

You cannot copy content of this page