Primary TET: প্রকাশিত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা
প্রকাশিত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা
তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ প্রকাশিত হলো মেধা তালিকা। সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পাওয়ার পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই তালিকায় মোট ৯৫৩৩ জনের নাম প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
তালিকা প্রকাশের পর থেকেই চাকরির সুপারিশ সফল পরীক্ষার্থীদের পাঠানো হবে পর্ষদের পক্ষ থেকে। মূলত আগামী ৭ দিনের মধ্যেই তাঁরা প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক (Primary Teacher)হিসেবে যোগ দিতে পারবেন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের (Supreme Court)আদেশ পেতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের তোড়জোড় শুরু হয়। মনে করা হয়েছিল মোট ১১ হাজার ৭৬৫টি শূন্যপদের মেধা তালিকার প্রকাশ করার হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। ২০২২ সালের অক্টোবর মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারপর ওই বছরেরই ডিসেম্বর মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।