Madhyamik Exam 2024: অন্য পরীক্ষাকেন্দ্রে চলে গেল ছাত্রী, সাহায্য করলেন বনকর্মীরা

Madhyamik Exam 2024: অন্য পরীক্ষাকেন্দ্রে চলে গেল ছাত্রী, সাহায্য করলেন বনকর্মীরা

তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ আসল পরীক্ষাকেন্দ্রে না গিয়ে, ভুল করে অন্য পরীক্ষাকেন্দ্রে (Madhyamik Exam 2024) চলে গিয়েছিল এক ছাত্রী। পরীক্ষাকেন্দ্র অন্তত ১৫ কিলোমিটার দূরে পৌঁছল সে। এদিকে হাতে সময় তখন মিনিট পাঁচ। এরকম সময় সাহায্য করতে তৎপর হলো বন দপ্তরের খুনিয়া রেঞ্জ। হাতি উপদ্রুত এলাকার পরীক্ষার্থীদের পৌঁছে দিয়ে বনকর্মীরা যখন ফিরে আসবেন সেই সময় ওই অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলে নেন তাঁরা। পরীক্ষার্থীকে (madhyamik shiksha parishad) নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেন বনকর্মীরা। সাইরেন বাজিয়ে রাস্তা ফাঁকা করে কয়েক মিনিটের মধ্যেই ওই ছাত্রীকে পৌঁছে দেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে খবর, ওই পরীক্ষার্থীর বাড়ি জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার নাগরাকাটার (Nagrakata) জিতি চা বাগান এলাকায়। সে নাগরাকাটা হিন্দি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। তার সিট পড়েছে সুলকাপাড়া হাইস্কুলে। ভুল করে সে চম্পাগুড়ির সেন্ট মেরিস হোর্ডিং হাইস্কুলের কেন্দ্রে চলে যায়। এরপরেই তার সমস্যা সমাধানে এগিয়ে আসেন সামিউল হক ও বিনোদ নাগাসিয়া নামে দুই বনকর্মী। তাঁদের সাহায্যে যথাসময়ে পরীক্ষার্থী পৌঁছে যায় নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে।

শেয়ার করতে:

You cannot copy content of this page