মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী’র গুচ্ছ কবিতা

মরমী সন্ধ্যা 
❏❏
বৃষ্টির নরম পরশে ব্যাকুল হৃদয়—
                                          উতলা মরমী সন্ধ্যেবেলা
প্রতীক্ষার কামনা তাড়া করে ফেরে নিয়তির-ঠোঁট
তৃষ্ণার্ত স্বপ্নেরা গোলাপ চুমুক টানে—খেলে অসীমের খেলা
নিয়তিবৃত্ত 
❏❏
পৃথিবী ক্ষণে ক্ষণে রঙ বদলায়, রহস্যের ঘেরাটোপে
বদলে যায় রূপমাধুরী-জীবন–নিয়তির নিয়মে
পৃথিবী জানে বদলে বদলে অনন্তকাল
                       বেঁচে থাকাটাই মৃত্যুর তূণের ছিলায়
এই-তো বিধাতার বেঁধে দেয়া নিয়তিবৃত্ত
মানুষও বদলায়, বদলায় প্রতিশ্রুতি মুখঃনিসৃত
কিংবা প্রতিশ্রুতি নিঃসৃত মুখাবয়বের মন্ত্রজাল
     কে করে কার এই পৃথিবীতে দেখভাল!
মানুষ জানে না মানুষের জীবনের মানে কী!
যেন চক্রজালে আঁকড়ে থাকা অমিত
             দিকচক্রবালে পড়ে থাকা ভাঙা-শানকি….।
হিসাব
❏❏
আমি অংকে খুবই কাঁচা
পাটিগণিতে তবু—কখনওই ফেল করিনি
বীজগণিতের সূত্র না জানলেও
বেদনা শিখিয়েছে আমাকে
ভালোবাসার কিছু জ্যামিতিক সূত্রাবলী
সঙ্গম বঞ্চিত-প্রেমঠোঁট থুবড়ে পড়ায়
নিরীহ জীবনের হিসেব কষি এখন রোমান হরফে!
শেয়ার করতে:

You cannot copy content of this page