muhammad yunus:চার্জশিট পেশ করা হলো নোবেলজয়ী মহম্মদ ইউনুস সহ ১৩ জনের বিরুদ্ধে

muhammad yunus : চার্জশিট পেশ করা হলো নোবেলজয়ী মহম্মদ ইউনুস সহ ১৩ জনের বিরুদ্ধে

তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ চার্জশিট পেশ করা হলো বাংলাদেশের দুর্নীতি বিরোধী কমিশন (‌এসিসি)‌ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুস (muhammad yunus) সহ ১৩ জনের বিরুদ্ধে। এক সংস্থার কর্মীদের জন্য বরাদ্দ ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন দায়রা আদালতে বৃহস্পতিবার এই চার্জশিট দাখিল করে এসিসি।
প্রসঙ্গত, গত বছর ৩০ মে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল। মামলার নথি থেকে জানা গিয়েছে, ২০২২ সালের মে মাসে ড. ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রামীণ (Grameen Bank) টেলিকমের বোর্ড মিটিংয়ে ঢাকা ব্যাঙ্ক লিমিটেডের গুলশান শাখায় একটি অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযোগ করা হয় যে, সিদ্ধান্ত গ্রহণের আগেই ওই অ্যাকাউন্ট খোলা হয়েছিল। যাতে ২৬ কোটি টাকারও বেশি স্থানান্তরিত করা হয়। কোম্পানির লভ্যাংশ থেকে শ্রমিকদের মধ্যে বণ্টনের জন্য ওই তহবিল গড়ে তোলা হয়েছিল। যা পুরোটাই আত্মসাৎ করার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতেই নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে চার্জশিট দেয় আদালত।

শেয়ার করতে:

You cannot copy content of this page