সাদা চুলের ক্যাডার নয়, চাই নতুন ব্রিগেডঃ আলিমুদ্দিন

তৃতীয়পক্ষ ওয়েব- আর নয় সাদা চুলের ক্যাডার, এবার থেকে নতুন ব্রিগেড। এমনটাই বার্তা এলো আলিমুদ্দিন থেকে। বেশ কয়েক বছরের নির্বাচনে তরুণদের উপর আস্থা রাখছে বাম দল। সিঙ্গুরের মতো জায়গায় সৃজন ভট্টাচার্য আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে মীনাক্ষী মুখার্জীকে প্রার্থী করা বুঝিয়ে দিয়েছে সে কথাই।

তবে শুধু প্রার্থী বাছাইয়ে চমক নয়, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বামেরা প্রমাণ করতে চাইছেন এক আমূল পরিবর্তনের। আর সেই নিয়ম মেনেই দলের বিভিন্ন পদ থেকে সরে দাঁড়িয়েছেন সূর্যকান্ত মিশ্রর মতো নেতৃবৃন্দও। পার্টির রাজ্য কমিটিতে তরুণ মুখ স্থান পেয়েছে।

এবার সেই পরিবর্তনকে পার্টির নিচু স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তৎপরতা শুরু হয়েছে দলের মধ্যে। সিপিএম এর নতুন বাহিনীতে চাই ৩১ এর কম বয়সীদের। আর তার জন্যে নভেম্বর মাসের মধ্যে চূড়ান্ত সময়ের লক্ষ মাত্রা বেঁধে দিল আলিমুদ্দিন। আগস্ট মাসে নেওয়া হবে প্রাথমিক তালিকা।যদি এর অন্যথা হয় তবে  তার দায় বর্তাবে সংশ্লিষ্ট এরিয়ার সিনিয়র নেতাদের ব্যর্থতার ওপর।

এর সঙ্গে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে কর্মশালা, প্রশিক্ষণ শিবিরের মতো কাজের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে এই নির্দেশে। এছাড়াও বয়সজনিত কারণে যারা সদস্যপদ থেকে অব্যাহতি নিয়েছেন, আলোচনার মাধ্যমে তাদেরকে দলের বিভিন্ন কাজে নিযুক্ত করার বিষয়েও জোর দেওয়ার কথা বলা হয়েছে এই নির্দেশিকায়।

Pic Curtesy- Social media, Google

শেয়ার করতে:

You cannot copy content of this page