চুল দিয়ে প্রতিকৃতি!

তৃতীয়পক্ষ ওয়েব- বড় সাদা ফ্রেমের মধ্যে কালো রঙের প্রতিকৃতি বানানো। তারমধ্যে কোনোটি জনপ্রিয় সংগীতশিল্পীর, কোনোটি আবার প্রিয় অভিনেতার। ভালোভাবে খেয়াল করলেই বোঝা যাবে, প্রতিকৃতি বানাতে কোনোরকম রং ব্যবহার করা হয়নি। নিজের মাথার চুল ব্যবহার করে এইসব প্রতিকৃতি বানিয়েছেন এক ব্যক্তি।

ফিলিপাইনের ওই ব্যক্তির নাম জেসতোনি গার্সিয়া। ম্যানিলায় তাঁর একটি চুল কাটার দোকান আছে। তবে তাঁর মূল পেশা নয় সেটি। গার্সিয়া একটি অভিজাত প্রমোদতরিতে চাকরি করেন। তাই বছরের ৮ মাস তাঁকে সমুদ্রে ভেসে বেড়াতে হয়। আর বাকি ৪ মাস থাকেন ম্যানিলায়। সেই সময় নিজের সেলুনে সময় দেন তিনি।

৩২ বছর বয়সী গার্সিয়া কয়েক মাস পরপর নিজের চুল কাটেন। কাটা চুলগুলো ফেলে না দিয়ে জমিয়ে রাখেন। আর সেগুলো দিয়ে প্রতিকৃতি বানান তিনি। দুই থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে প্রতিকৃতি বানাতে। গার্সিয়ার মাথায় প্রথম আসে এই বুদ্ধি ২০২১ সালে। সমুদ্রে অবসর কাটানোর সুযোগ ছিল সীমিত। অবসরে কোনো কাজ করতে চাইতেন গার্সিয়া। সেই ভাবনা থেকেই চুল দিয়ে প্রতিকৃতি বানানো শুরু করেন তিনি।

সাগরে অবস্থানের সময় নিজেকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতেই প্রতিকৃতি বানাতে শুরু করেন গার্সিয়া। তবে তিনি শুধু নিজের কেটে ফেলা চুল ব্যবহার করেন, অন্যেরটা নয়। প্রতিকৃতি বানাতে গিয়ে জমানো চুলের সংগ্রহ শেষ হয়ে গেলে নিজের গোঁফ কেটেও প্রতিকৃতি বানিয়েছেন তিনি।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page