রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি, ভার্চুয়ালি শুনানিতে কান্নায় ভেঙে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়
তৃতীয়পক্ষ ওয়েব-কিছুদিন আগে এসএসসি নিয়োগের দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। বর্তমানে দুজনেরই স্থান সংশোধনাগারে। পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। সেখানেই আজ পার্থ-অর্পিতার শুনানি ছিল। ব্যাংকশাল কোর্টে হাজিরা দিয়েছিলেন ভার্চুয়ালি।
আজকের শুনানিতেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করা হয়। আর শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় রীতিমত কেঁদে ভাসালেন এদিন। শুনানির মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন যে, তাঁর বাড়িতে ৩০ ঘন্টারও বেশি সময় থাকা সত্ত্বেও ইডি কিছুই পায়নি। এর পাশাপাশি তিনি জানান, দীর্ঘদিন মন্ত্রী ছিলেন তিনি এবং এর আগে ছিলেন বিরোধী দলনেতা। এদিন একজন আইনজীবী বলে নিজেকে দাবি করেন পার্থ। এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় বলেন যে, রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন তিনি। কাঁদতে কাঁদতে এদিন আদালতে পার্থকে বলতে শোনা যায়, ‘‘জামিন দিন, আমাকে বাঁচতে দিন।’
এদিন ইডি প্রত্যাশিত ভাবেই পার্থ-অর্পিতা দু’জনকেই আবার জেল হেফাজতে পাঠানোর আবেদন করেছে আদালতে। তদন্তকারী সংস্থার আইনজীবীর বক্তব্য, বহু বেআইনি লেনদেনের হদিস মিলেছে তাঁদের কাছ থেকে। এছাড়া মিলেছে বেশ কিছু কাগুজে সংস্থার হদিসও। যেভাবে কালো টাকা সাদা করা হয়েছে বলে আদালতে দাবি করেছে ইডি। এখনও পর্যন্ত শতাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে, সে বিষয় উল্লেখ করে ইডির তরফের আইনজীবী জানান, জেলে গিয়ে পার্থ ও অর্পিতাকে জেরা করাটাই এখন ভীষণই জরুরি।