chile

বাড়ছে তাপমাত্রা, ভাঙল হিমবাহ 

তৃতীয়পক্ষ ওয়েব- বিশ্বজুড়ে ক্রমশই উষ্ণতা বেড়ে চলেছে। আর তার ফলস্বরূপ মারাত্মক হারে প্রকৃতির উষ্ণতা বাড়ছে। পৃথিবীর বরফে আবৃত পাহাড়গুলি থেকে বরফ গলতে শুরু করেছে ভীষণ ভাবে। তাপমাত্রার উচ্চ প্রবাহ এবং বৃষ্টি বরফের দেওয়াল গুলিকে দুর্বল করে দিচ্ছে। এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। যার ফলে ভেঙে পড়ছে হিমবাহ

চিলির ন্যাশনাল পার্কে একটি ঝুলন্ত হিমবাহ ভেঙে পড়েছে কিছুদিন আগেই। তথ্য সূত্রে খবর চিলির রাজধানী থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুইউলাট ন্যাশনাল পার্কে প্রায় ২০০ মিটার উঁচু একটি পাহাড়ের ওপর থেকে ভেঙে পড়েছে হিমবাহ।

chile

বিজ্ঞানীরা জানাচ্ছেন, বরফের ভারে এভাবে হিমবাহ ভেঙে পড়া স্বাভাবিক ব্যাপার। তবে ঘন ঘন এই হিমবাহ ভেঙে পড়ার ঘটনা মারাত্মক প্রভাব ফেলবে। সারা বিশ্বের তাপমাত্রা উদ্বেগজনক ভাবেই বেড়ে চলেছে বর্তমানে। বিজ্ঞানীরা বলে আসছেন, গ্রীন হাউস গ্যাস কমানোর উদ্যোগ নিতে হবে দ্রুত। এখুনি সাবধান না হলে ভয়ংকর দিন সামনে আসতে চলেছে সে ব্যাপারে সাবধান হতে বলছেন বিজ্ঞানীরা।

শেয়ার করতে:

You cannot copy content of this page