কবিতা ।। অভিষেক দত্ত।।

১.
বৃষ্টি ভেজা বিকেলে তোর মুখে আলো এসে পড়ুক। সেই আলো ছড়িয়ে যাক দীঘির জলে। দীঘির জল সেই আলোয়  জ্যোৎস্না নামাক। নরম জোৎস্নায় ভিজে যাক পায়ের নরম পাতা। জ্যোৎস্না হরিণ এসে মুখ রাখুক ওই পায়ের পাতায়। হরিণের কথা জানবে না কেউ। যে জন সহজ চোখে দৃষ্টিপাত করে মধ্যদুপুরে উনুনে স্নানের অবসরে, তার কথা জানবে না কেউ।
জলের বাঁকে বাঁকে আমি শুধু মাটি ছুঁয়ে দেখি। নরম মাটি। আর ধরে রাখি সহজ সমাধানের আঁচলখানি।
২.
ঘাটের ব্যাকুল জল এসে ছুঁয়ে যায় নরম পায়ের পাতা। হাটুমোড়া বিকেলে সুমহান আলো ছড়াচ্ছে ওপারের আকাশ। হাতে হাতে ফিরছে আগুন। আজ কথারা বিরত থাক। জলেই লেখা হোক ডাক নামের সংসার। যা তুমি চেয়েছিলে ভীষন ভাবে।নীলাম্বরী শাড়ি খানা ভিজে যায় জোয়ারের জলে। ক্ষতচিহ্নে মিশে যাচ্ছে অন্য ধারার স্রোত। বন্ধুহীন,আলিঙ্গনহীন এই বিকেলে সাক্ষী থাকুক পাইন শিশুদের অবাধ গঙ্গা ঝাঁপ। সাক্ষী থাকুক কোলাহলমুখর আহিড়ীটোলা ঘাট। এদিকে সিগারেট ফুরিয়ে আসে আমার। ভারহীন তোমার সেরে ওঠা দেখি।
শেয়ার করতে:

You cannot copy content of this page