কবিতা।। রুমা ঢ্যাং অধিকারী

 জানি-না কথাটি আনুপাতিক 
এই ‘জানি-না’ কথাটি আসলে আনুপাতিক
যতটা জানা ততটাই না জানার ভেতর ছড়িয়ে রাখা সাংকেতিক রোদ
রোদটি যখন ঘর সংগ্রাহক, একান্ত সেজে উপস্থিতি দেওয়া যায় সহজেই
সারেঙ্গী ধরে মন পৌঁছে যেতে পারে ‘নি’তে নিষাদ পর্যন্ত
একটা ক্ষয় পেরিয়ে কিভাবে যেন আর একটি ভবিষ্যত ক্ষয়ের জন্য
আমরা স্বয়ং পেতে রাখি নিসর্গ মাদুর
মাদুর কি একটি স্থায়ী আসন?
উত্তরের এই না, কি হ্যাঁ আঁকড়েই আমি
বেড়ালের গলিঘুঁজির মধ্যে খেতে দিচ্ছি ঘি-ভাত
সভ্যতা
শবের আগে তোমাকে দেখছি অন্তরে রয়ে যাওয়া সামান্য জাতিস্মর
শবের পরে তোমাকে পরিণত হতে দেখা
                 —— মনে হতে পারে অর্থহীন
এর অনন্তমূলে জেগে থাকা পদ্মনাভ
মাঝের সময়টুকু যা ঐতিহাসিক
আমি জন্মেছিলাম যেখানে প্রার্থনার বেদভূমি শুরু
কোটিতম ব্যাখায় গড়ানো বুক, কাঁধ ও পুনরাগমন
অথচ আস্ফালন নেই
ক্রোধ, হিংসা কিংবা দূরদৃষ্টিপাত…
ইতিহাস গিলে খাওয়া একটিমাত্র হা-মুখ
মহাকাশের দিকে আকুলতায়
দ্রুত
বলে চলেছে জিন্দাবাদ
শেয়ার করতে:

You cannot copy content of this page