কবিতা।। গালিব ইসলাম।।

জেগে থাকে 
তোমার মুখের ওপর পুরষ্কারের
আলো
বাগানে গাছ ভিজছে, তার ওপর
আলো
আলোয় ভিজছে শেকড় ছুঁতে চাওয়া হাত
ঐ তো আমার জোড়া হাত, ভিজছে পাখির ডানার মতো
সংক্রান্তির পূর্বদিনে নীল ঐ জোড়া চোখের তারায়
হারায় সবকিছু তো হারায়না
আলোর মতো দুঃখগুলো জেগে থাকে কেবল জেগে থাকে।
২.
মনে পড়ে মনে আছে
পথে পথে গাছে গাছে
আমরা টাঙিয়ে দিয়েছি
ভালোবাসা ভালোবাসা
কথা আছে কথা আছে
পথে পথে গাছে গাছে
৩.
অন্ধকারে জোনাকি জোনাকি
কখনও ভালোবেসেছো নাকি!
আলোর রহস্য ওড়ে, ওড়ে
একটি হৃদয় গভীর গোপনে পোড়ে
কেউ তো জানেনা জানেনা কেউ
গাছের পাতায় জোনাকি জ্বলে
আমাদের দিন চলে যায় দেখেনি কেউ
শেয়ার করতে:

You cannot copy content of this page