গুচ্ছ কবিতা।। সুব্রত দেবনাথ
উৎকট
অস্তরাগের আগে শেষ হয়েছে বৃষ্টি,
ছাদ থেকে অনবরত ঝড়ছে সলিলবিন্দু রাতভর
টুপ-টুপ-টুপ…
নেই কোন অভিমান, দাবি, প্রতিবাদ ।
স্বছন্দ ও স্বধর্মকে বজায় রেখে
অক্ষরেখা বরাবর নেমে আসছে মাধ্যাকর্ষণের টানে
তৃষ্ণার্ত ক্ষিতির হিতার্থে হয়তো নেমে আসা;
তবে কি পূর্ণ হলো যজ্ঞ-তপ ?
অথবা, উৎকট।
তালপাতা ও ফ্যান
তালপাতা কখনো প্রশ্ন করেনি
আমাকে কেন ছুড়ে ফেলেছ?
বহুকাল ছিলাম আমি দুঃসময়ের সঙ্গী ।
কত আচার-অনুষ্ঠান, কত আতিথেয়তা,
কত প্রাণজোড়া শান্তি;
যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করা হয়েছে,
কখনো সেজে উঠেছি নব বধূর মত
কখনো বা ঘরের কোণে ফেলে রাখা বৃদ্ধার মত!
তবুও তো দাবি করিনি কিছু;
শুধু দিয়ে গেছি সময়ের পর সময়,
নির্বাক হয়ে অপলক দৃষ্টিতে শোনে ফ্যান।
ভাঙ্গা আয়না
ইঁদারার ভেতর থেকে আসে
বিকট্ চিৎকার
ভাবতে গিয়ে হোঁচট খাই চৌকাঠে ।
জানালাগুলো প্রচন্ড হাওয়ায়
এলোমেলো হয়ে ছুটতে চাইছে গন্তব্যে ।
কালো মেঘ ইসারা করছে,
বিদ্যুতের চোখ রাঙানিকে সে আর
পরোয়া করে না
শুধু বিষন্নতা ফুটে ওঠে ভাঙ্গা আয়নায়।
লেখক- সুব্রত দেবনাথ
তুফানগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ