কবিতা।। দূরত্ব ।। তানিয়া ইসলাম

দুঃখ পাওয়া পুরোনো অভ্যেস
প্রশ্রয়ে দিয়েছে মোহর।
অসতর্ক মোহনায়,
আক্ষেপের পর অপেক্ষায়
শূন্য মুঠোয় শক্তি জোগায়
ঢেউ আকাশ ছুঁতে চায়।
পুরোনো মূল্যবোধ বুকে নিয়ে
শহর জেগে থাকে পথ চেয়ে
চিঠির বাক্স ওড়ে হাওয়ায়…
অলীক দূরত্বে চোখাচোখি
হঠাৎ গাঢ় চুম্বন প্রত্যাশায়।
সারারাত কেঁপে কেঁপে ওঠে ভিত
গূঢ় প্রস্তাব নষ্ট চাঁদের শীত
আত্মমগ্ন যে দুঃসহ বিচ্ছেদ
বেড়ে বেড়ে ওঠে কল্পলতা
সবই বুঝি অনিবার রসিকতা!
প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি
চারিদিকে সম্পর্কের
জোড়াতালি
তারই মাঝে জেগে বসে
জীর্ণ শোণিত প্রবাহের অসুখ
এমন করেই কেটে যায়
রাত-দিন
ক্রমে ক্রমে বাড়ে ঋণ
গোপন অথচ বিশ্বচরাচর
স্তব্ধ অথচ মুখরিত প্রাণোচ্ছল।
নিষেধ ছিল নিষেধ মানার
অপরাধ সুখ খোঁজার
          গোপন চিঠির
   মুখোমুখি বারবার
কন্ঠ তোমার সঙ্গ ধরে
যায়-যায় বলেও তবু
        হল না যাওয়া।
সামনে এসে দাঁড়ায়
অন্য রকম মোহ
যেন শুক-সারির ভুলে
ব্যর্থ স্বর্গের বিসর্জন।
ফেরার কোনো রাস্তা নেই
কাঁটার পথে অভিসারেই
মরণ যদিও নিশ্চিত।
শেষদৃশ্যে থাক সর্বনাশ।
__________
কবি পরিচিতি : তানিয়া ইসলাম, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। ক্রিয়েটিভ রাইটিং, নানা বিষয়ে নিবন্ধ ও বিভিন্ন ছোট পত্রপত্রিকায় কবিতা লিখে থাকেন।
ঠিকানা—ক্ষুদিরামপল্লী,বাহিরসর্বমঙ্গলা পাড়া,
পূর্ব বর্ধমান,(৭১৩১০১)
শেয়ার করতে:

You cannot copy content of this page