অষ্টমী-নবমী-দশমীতে বৃষ্টির সম্ভাবনা, জানিয়ে দিল হাওয়া অফিস
তৃতীয়পক্ষ ওয়েব- পুজোয় বৃষ্টির ভ্রুকুটি। জানান দিল আবহাওয়া অফিস। আজ মহালয়াতে’ও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এদিকে দেবীর বোধনে বাকি আর মাত্র এক সপ্তাহ। এমনিতেই টানা বৃষ্টির জেরে কলকাতা সহ পশ্চিমবঙ্গবাসী নাকাল। গত সোমবার থেকে বৃষ্টি কমলেও সেভাবে যেন বৃষ্টি পিছু ছড়তেই চাইছে না। তার মধ্যেই আবহাওয়া অফিসের পূর্বাভাস প্যাণ্ডেল হপিং করতে হলে সপ্তমীর আগেই সেরে নিন। তার কারণ অষ্টমী থেকে দশমী দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে ফের।
আবহাওয়া অফিস জানিয়েছে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেখা দিয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বৃষ্টি বাড়বে অষ্টমী পুজোর দিন থেকে। অর্থাৎ অষ্টমী নবমী দশমী তিনদিনই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।