ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে দেখা গেল শিয়ালদহ উড়ালপুল!
তৃতীয়পক্ষ ওয়েব- ত্রিপুরা সরকার মোটর ভেহিক্যাল ড্রাইভিংয়ের সচেতনতায় স্লোগান লেখার প্রতিযোগিতা শুরু করেছিল ৷ সেই প্রতিযোগিতায় ত্রিপুরাবাসীকে সরকারের দেওয়া ওয়েবসাইটে স্লোগান লিখতে হবে সাধারণ মানুষকে ৷
সেখান থেকে যে স্লোগান বেছে নেওয়া হবে, সেই স্লোগানের লেখককে ত্রিপুরা সরকার ৫ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া কথা ঘোষণা করেছে ৷ এই পর্যন্ত সবই ঠিক ছিল ৷ কিন্তু, বিতর্ক শুরু হয়, সেই পোস্টের নিচে ব্যবহার করা ছবি ঘিরে ৷ অভিযোগ উঠেছে, ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে কলকাতার শিয়ালদা ফ্লাইওভারের ছবি ছাপা হয়েছে।
বিতর্কের জেরে ত্রিপুরা সরকার সেটিকে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেয় ৷ তবে, এক নেটিজেন সেই বিজ্ঞাপনের স্ক্রিনশট শেয়ার করেন ৷ যা ত্রিপুরা তৃণমূলের কমেন্ট সেকশনে পোস্ট করা হয় ৷ ফলে, বিতর্কিত সেই বিজ্ঞাপন সরিয়েও কোনও সুবিধা করে উঠতে পারেনি ত্রিপুরা সরকার ৷